ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে পুলিশ গ্রেফতার করেছে। হরতালে বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা প্রদান হামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ থেকে রোববার এক বার্তায় জানানো হয়, ঢাকা সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা কাজী হাসিবুর রহমান ওরফে শাকিলকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।
বার্তায় আরো জানানো হয়, শনিবার রাত ৮ টার দিকে পল্টন থানাধীন চামেলীবাগ এলাকা থেকে ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পার্থী হাসিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসিবের বিরুদ্ধে পল্টন এলাকায় বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকা-সহ বোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলা করার ঘটনায় থানায় মামলা হয়। উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান