ঢাকা : তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ছুটির দিন খোলা রাখার নির্দেশ থাকলেও অধিকাংশ কর্মকর্তার কমিশনে উপস্থিত না থাকা, পছন্দের কর্মকর্তাদের নিয়ে চট্টগ্রামে ট্রেনিংয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে ইসিতে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ২ এপ্রিল নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান (জনবল ব্যবস্থাপনা শাখা) স্বাক্ষরিত চিঠিতে- ২৮ এপ্রিল তিন সিটির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে অফিস সময়ের পর ও সাপ্তাহিক সরকারি ছুটির দিনে অফিসে অবস্থান করে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে সহযোগিতা প্রদানসহ সকল শাখার কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়।
কিন্তু সরেজমিনে নির্বাচন কমিশনে ছুটির দিনগুলোতে ঘুরে দেখা যায় কর্মচারীরা আসলেও অধিকাংশ কর্মকতা নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত ছিলেন না।
এদিকে অধিকাংশ কর্মচারী অভিযোগ করছেন- নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলীর নেতৃত্বে যে ৪২ সদস্যের একটি টিম চট্টগ্রামে গিয়েছে তার অধিকাংশই অযোগ্য তাদের মধ্যে লাইব্রেরিয়ানও রয়েছে। তারা পোলিং এজেন্টদের ট্রেনিং দেওয়ার জন্য গিয়েছেন চট্টগ্রামে।
ইসি’র এই কর্মচারীরা দাবি করেন- চট্টগ্রামে জেলা অফিসারসহ বড় বড় কর্মকর্তা রয়েছেন তারাইতো পোলিং এজেন্টদের ট্রেনিং দিতে পারবেন এর আগের নির্বাচনগুলোতে তাই করা হতো। যেখানে এতো বড় একটা নির্বাচন সেখানে তারা সচিবালয়ের কাজ বাদ দিয়ে চট্টগ্রাম গেলেন। মূলত সব ধরনের ‘অতিরিক্ত’ সুবিধা নেওয়ার জন্যই তারা চট্টগ্রামে গেছেন।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, এ বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি বিষয়টি নিয়ে কথা বলেছি আশা করি সকল সমস্যা অতিদ্রুত সমাধান হবে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলীর সাথে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে কি বলেছে আমি জানিনা আমি নির্বাচনের কাজেই এখানে এসেছি। ঢাকা উত্তর দক্ষিণের নির্বাচনী কাজ বাদ দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যে আদেশ দেওয়া আছে তা অমান্য করার বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।
এবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ বাজেট ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ বাজেট ধরা হয়েছে ৮৯ লাখ ৮৩ হাজার ৭০০ টাকা। আর চট্টগ্রাম সিটি নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ বাজেট ধরা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান