পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সিটি নির্বাচনে ৩৭০৪ পর্যবেক্ষক নিয়োগ

ঢাকা : ৩ হাজার ৭০৪ জন স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষককে আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে ১৫টি পর্যবেক্ষণ সংস্থার ১৩৩০ জন, ঢাকা দক্ষিণে ১৭টি সংস্থার ১৪৪৫ জন ও চট্টগ্রামে ৭টি সংস্থার ৮৯৬ জন পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৮ জন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ১০ জন এবং জাপান দূতাবাসের ৫ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ নীতিমালা ও সংশ্লিষ্ট আইন মেনে তাদের নিয়োগ দেয়া হয়েছে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইসির জনসংযোগ শাখা থেকে সংগ্রহ করতে বলা হয়েছে পর্যবেক্ষকদের।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রিটার্নিং অফিসারদের বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পর্যবেক্ষক সংস্থাসমূহ প্রতি দলে অনধিক পাঁচজন করে দল গঠন করে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। তবে কেন্দ্রে বা বুথে স্থায়ীভাবে কোনো পর্যবেক্ষক অবস্থান করতে পারবে না। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের অনুমতি সাপেক্ষে স্বল্প সময়ের জন্য বুথে প্রবেশ করতে পারবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

সিটি নির্বাচনে ৩৭০৪ পর্যবেক্ষক নিয়োগ

আপডেট টাইম : ০৪:০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

ঢাকা : ৩ হাজার ৭০৪ জন স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষককে আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে ১৫টি পর্যবেক্ষণ সংস্থার ১৩৩০ জন, ঢাকা দক্ষিণে ১৭টি সংস্থার ১৪৪৫ জন ও চট্টগ্রামে ৭টি সংস্থার ৮৯৬ জন পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ১৮ জন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ১০ জন এবং জাপান দূতাবাসের ৫ জন পর্যবেক্ষককে অনুমোদন দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ নীতিমালা ও সংশ্লিষ্ট আইন মেনে তাদের নিয়োগ দেয়া হয়েছে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইসির জনসংযোগ শাখা থেকে সংগ্রহ করতে বলা হয়েছে পর্যবেক্ষকদের।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রিটার্নিং অফিসারদের বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পর্যবেক্ষক সংস্থাসমূহ প্রতি দলে অনধিক পাঁচজন করে দল গঠন করে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। তবে কেন্দ্রে বা বুথে স্থায়ীভাবে কোনো পর্যবেক্ষক অবস্থান করতে পারবে না। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের অনুমতি সাপেক্ষে স্বল্প সময়ের জন্য বুথে প্রবেশ করতে পারবে।