বাংলার খবর২৪.কম:বাংলাদেশের অফ স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছে ক্রিকেটের অভিভাবক আইসিসি। এ সংক্রান্ত একটি প্রতিবেদক বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশারের কাছে জমা দিয়েছে আইসিসি। পরবর্তী ২১ দিনের মধ্যে গাজীর বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর নির্দেশ দেয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ১৭৭ রানে হার মানে। এই ম্যাচে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রতিবেদন জমা দেয় তারা। ২১ দিনের মধ্যে পরীক্ষা করতেও বলা হয়েছে সেখানে। তবে বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পাওয়ার আগ পর্যন্ত গাজী ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে বল করতে পারবেন।
সম্প্রতি আইসিসি পাকিস্তানের সাঈদ আজমল ও জিম্বাবুয়ের প্রসপার উতসেয়ার বোলিং অ্যাকশন নিয়েও আপত্তি তুলেছে। আজমল বর্তমানে তার বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় আছেন।
শিরোনাম :
প্রশ্নের সম্মুখীন সোহাগ গাজীর বোলিং অ্যাকশন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৩৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪
- ১৭১২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ