ভোলা : ভোলার চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ।
অসদুপায় অবলম্বনের সুযোগ না দেয়ায় চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষসহ ৩টি কক্ষ ভাঙচুর করেছে পরীক্ষার্থী ও তাদের সহযোগিরা।
শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে বলে কলেজ সূত্র জানিয়েছে।
জানা যায়, শনিবার চরফ্যাশন সরকারি কলেজের এ বছরের ডিগ্রি পরীক্ষা চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ডিগ্রি পরীক্ষার প্রথম দিন ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজী বিষয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ না পাওয়ায় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কতিপয় উচ্ছৃঙ্খল যুবকদের সঙ্গে নিয়ে ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো. হোসেন জানায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান