পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

প্রয়াত বিচারপতি মোস্তাফা কামালের শঙ্কা ও সামাজিক অবক্ষয়

ঢাকা : কিছুদিন আগে ‘যৌনহয়রানিই নারী সমাজের অগ্রযাত্রায় প্রধান অন্তরায়’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলাম। তাতে তুলে ধরার চেষ্টা করি- আমাদের সমাজে নারীর প্রতি যৌন হয়রানি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। নারীরা আজ কতটা প্রতিকূল পরিবেশে বসবাস করছেন। সবচেয়ে বেশী উদ্বেগের বিষয় হলো- আমাদের সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে। কেননা, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। যেখান থেকে সুনাগরিক বের হবার কথা আজ সেখানেই বারবার নারীর বস্ত্র হরণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।তাহলে আমাদের উচ্চশিক্ষার অর্থ কী! বিশ্ববিদ্যালয়ে আমরা কী শিখছি, আমাদেরকেইবা শিক্ষকরা কী পড়াচ্ছেন!

গত মঙ্গলবার বিকালে ছাত্রীদের হয়রানির অপরাধে চাঁনখারপুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩০-৩৫জন বখাটে কর্তৃক দর্শনার্থী কয়েকজন মেয়েকে হয়রানি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হয়রানি নিয়ে কয়েকদিন ধরে দেশের সর্বমহলে ব্যাপক হৈচৈ চলছে।দেশের সর্বস্তরের মানুষ এর প্রতিবাদে সোচ্চার। ছাত্রলীগ কয়েকজনকে বহিষ্কার করেছে।হাইকোর্ট এরই মধ্যে রুলও জারি করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নড়েচড়ে উঠেছেন।

বাঙালির প্রাণের উৎসবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই । তবে সহসাই প্রশ্ন জাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এই ৩০-৩৫ জনের যুবকদলের সদস্যরা কারা। তাদের পরিচয়ই বা কী? কোন শক্তির বলে এরা প্রকাশ্যে শত শত মানুষ ও পুলিশ প্রশাসনের সামনে জাতির ঘাড়ে আরেকটি কলঙ্কলেপন করতে দ্বিধা করলো না।

গেল ফেব্র“য়ারি মাসে ব্লগার অভিজিৎ যেখানে খুন হন তার পাশেই সোহরাওয়ার্দী উদ্যানের গেটেই এই ঘটনা। পহেলা বৈশাখে হাজার হাজার মানুষের সমাগম হবে এটা তো প্রশাসনের আগে থেকেই জানা। কঠোর নিরাপত্তার কথা বলা হয়েছে বারবার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সেই নিরাপত্তা গেল কোথায়? সোহরাওয়ার্দীর ওই গেটে পুলিশ ছিল মাত্র দুজন। দূরে যারা ছিল তাদের কাছে সাহায্য চেয়েও যথাসময়ে পাওয়া যায়নি। ঘটনাটি তাৎক্ষণিক প্রক্টরকে জানানো হয়েছে অথচ তিনি তখন কম্পিউটারে দাবা খেলছিলেন। আসলেই কী এতটা নির্বিকার থাকার কোনো সুযোগ ছিল? তার কি তৎক্ষণাৎ সেই জায়গায় উপস্থিত হওয়া উচিত ছিল না। বিষয়টা শুধু কার্যালয়ের দায়িত্ব না সার্বিকভাবে মানবিক দায়িত্ববোধকেও প্রশ্নের সম্মুখীন করে।

কিন্তু এসব ঘটনায় সবাই বিস্মিত হলেও আমার কাছে মোটেও তেমনটি মনে হয়নি। কারণ আমাদের সমাজ যে এর আগেই অধপতনের দিকে এগুচ্ছে তা প্রয়াত সাবেক বিচারপতি মোস্তাফা কামাল আরো কয়েক বছর আগেই আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন।

বর্তমানে কার্যত: আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। আমরা যেন অসভ্যতার দিকে ফিরে যাচ্ছি।

অবশ্য ২০১১ সালেই এ ধরনের পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল। ২০১১ সালের ১১ আগস্ট ‘সবাই সংযত হোন’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে গুরুত্বপূর্ণ একটি কলাম লিখে দেশের ভবিষ্যত সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তিনি লিখেন, ‘বিরাজমান পরিস্থিতি আমার কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে হয়। কী সমাজ, কী মূল্যস্ফীতি, কী আইনশৃঙ্খলা, কী প্রশাসন, কী অর্থনীতি, কী পররাষ্ট্রনীতি, কী দেশের সর্বোচ্চ বিচারালয়ের পরিস্থিতি সর্বত্রই একটা ক্রমাবনতিশীল চেহারা। প্রতিদিন অবনতির দিকেই ধাবিত হচ্ছে।

দেশের এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ-আশঙ্কা ব্যক্ত না করে আমি আর স্থির থাকতে পারছি না। দেশের এই অধোগতিতে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না, যে আমাকে আশ্বাসের সুরে বলতে পারবে যে আমি যা দেখেছি তা সব ভুল এবং আমার যে উদ্বেগ, এটার কোনো ভিত্তিই নেই। এমনকি যারা দেশ চালাচ্ছেন, তাদের মুখ থেকেও এই অবনতিশীল অবস্থা সম্পর্কে মাঝে-মধ্যে স্বীকারোক্তি পাওয়া যায়। আমি কারও ওপর দোষারোপ করার উদ্দেশ্যে একথা বলছি না।’

তিনি যে আদালতের প্রধান বিচারপতি ছিলেন সেখানে বিরাজমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘সুপ্রিমকোর্ট একটি পরিশীলিত প্রতিষ্ঠান। বার এবং বেঞ্চ উভয়েরই উচিত এই স্থানকে রাজনীতির কলুষমুক্ত রাখা, সেখানে বার এবং বেঞ্চ কোনো পক্ষ থেকেই এমন প্রকাশ্য উচ্চারণ হওয়া উচিত নয় যে তারা বিশেষ একটা কিছু সহ্য করবেন না এবং এমন কথা বলবেন না যাতে আপনাদের অসহিষ্ণুতা বা বিচারকসুলভ সংযমের বিপরীতে ক্রুদ্ধতা বা আক্রোশের মনোভাব প্রকাশ পায়। ক্রমাগতভাবে এবং অতি দ্রুত সুপ্রিমকোর্টের এই অস্বাভাবিক অবস্থা আমার কাছে বড় বেদনাদায়ক। আমাদের চিত্তের উন্মত্ততা, আমাদের কর্মের নিষ্ঠুরতা ও আমাদের বিচারবুদ্ধির দেউলিয়াপনা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে এর আগে আমি আমার দেশে এই চরম মত্তাবস্থা কোনোদিন দেখিনি।’

দেশের বুদ্ধিজীবীদের প্রতি আবেদন জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশের বহু সঙ্কটে আপনাদের বুদ্ধিদীপ্ত সতর্ক অবস্থান ও হস্তক্ষেপ অনেক সময় সরকার ও সরকারবিরোধীদের সংযত হতে সাহায্য করেছে। ভবিষ্যতেও আপনাদের কাছে সেই ভূমিকা প্রত্যাশিত। দেশের এই মহাসঙ্কটে আপনারা যেখানেই অরাজকতা দেখবেন সেখানেই গলা উঁচু করে তার প্রতিবাদ জানাবেন এবং অবনতিশীল বাংলাদেশকে চূড়ান্ত অধঃপতনের হাত থেকে রক্ষা করবেন। আমি বিনয়ের সঙ্গে সবাইকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছি।’

বিচারপতি মোস্তাফা কামাল অবনতিশীল বাংলাদেশকে চূড়ান্ত অধঃপতনের হাত থেকে রক্ষা করতে প্রয়াসী হতে এবং গলা উঁচু করে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে গেছেন। তার উদ্বেগের কারণ হলো- বাংলাদেশ চূড়ান্ত অধঃপতনের কিনারায় পৌঁছে গেছে।

চার বছর আগে বিচারপতি মোস্তাফা কামালের সেই শঙ্কার বিষয়গুলো যেন আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাই প্রমাণ আমাদের সমাজ ও সামাজিক মূল্যবোধের কতটা অবক্ষয়ের কিনারায় পৌছেঁছে।

শুধু তাই নয়, সম্প্রতি জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন-উইমেনের উদ্যোগে অর্থনীতিবিদ আবুল বারাকাতের নেতৃত্বে পরিচালিত এক জরিপে দেখা গেছে, আমাদের সমাজে বিশ্ববিদ্যালয় জীবনে ৭৬ ভাগ ছাত্রীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুবই খারাপ। সরকারি বিশ্ববিদ্যালয়ে এ হার ৮৭ শতাংশ। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ৭৬ শতাংশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৬ শতাংশ এবং মেডিকেল কলেজে ৫৪ ভাগ ছাত্রী যৌন হয়রানির শিকার হন। ফলে অনেক নারী শিক্ষার্থী ও অভিভাবকের ইচ্ছা থাকা সত্ত্বেও নিরাপদ পরিবেশের অভাবে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না।ফলে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নেও পিছিয়ে পড়ছে নারীরা।

অ্যাকশন এইডের প্রতিবেদনে বলা হয়, হয়রানি কিংবা নির্যাতিত হলেও অধিকাংশ নারী লোকলজ্জা বা আরো হয়রানির ভয়ে এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাওয়া থেকে বিরত থাকেন। জরিপে অংশ নেয়া ৮৪ শতাংশ নারী জানিয়েছেন, এ ধরনের হয়রানির শিকার হওয়ার পর কোনো সংস্থা বা পুলিশকে তারা কিছু জানাননি।কেননা, নারী নির্যাতনের ঘটনার প্রতিকার চাইতে গেলে পুলিশ উদাসীনতা দেখানোয় নির্যাতিতরা পুলিশের সহায়তা নিতে চান না ।

৬৫ শতাংশ নারী মনে করেন, পুলিশ উল্টো অভিযোগকারীকে দোষারোপ করে। আর ৫৭ শতাংশ বলেছেন, মামলা নিতে গড়িমসি করে পুলিশ। ৫৩ শতাংশ নারী পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি ।

ফলে যৌন হয়রানি রোধে আইন প্রণয়ন ও আইনের যথাযথ ব্যবহার করা প্রয়োজন বলে গবেষকরা মত দিয়েছেন। এছাড়া গৃহকর্মীর কাজ করতে গিয়ে, শিল্প-কারখানায়-কোম্পানী কিংবা সরকারি প্রতিষ্ঠানেও চাকুরি করতে গিয়ে কিংবা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়েও নারীরা প্রতিনিয়ত এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ফলে বাংলাদেশে নারীদের শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকা-ে অংশগ্রহণের পরিবেশ ক্রমেই ঝুকিঁপূর্ণ হয়ে উঠছে।

এদিকে বিভিন্ন সময়ে বাংলাদেশে যৌন হয়রানি প্রসঙ্গ আলোচনায় এলেও প্রতিকারে কার্যকর আইনী সুরক্ষা পায়নি। যতদূর জানা যায়, ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এ অপরাধের ধরনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে, এরপর ১৯৯৯ সালের থার্টিফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক নারী যৌন হয়রানি শিকারের ঘটনায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

১৯৯৮ সালের আগস্টে একই বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে ধর্ষণবিরোধী আন্দোলন এবং দীর্ঘদিন আন্দোলন চলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের আন্দোলন হয়। আস্তে আস্তে জানা যায় এবং খোলাসা হতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির নানা ঘটনার কথা।

এছাড়া গত কয়েক বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব কর্মেক্ষেত্রে যৌন হয়রানি নিরোধ নীতিমালা এবং আচরণবিধি তৈরি করার তাগিদ বোধ করে। কিন্তু এর আগে বাংলাদেশে যৌন হয়রানি প্রতিরোধে কোনো আইনি সুরক্ষা ছিল না।

প্রসঙ্গত, এসব ঘটনার প্রেক্ষিতে ২০০৮ সালের ৭ আগস্ট কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। এরই পরিপেক্ষিতে ২০০৯ সালের ১৪ মে যৌন হয়রানি রোধে হাইকোর্ট বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী রায় প্রদান করেন । বাংলাদেশে এই সিদ্ধান্তই হলো এ বিষয়ে মাইলফলক। এ রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে বিভিন্নভাবে যৌন নিপীড়নকে সংজ্ঞায়িত করা হয়েছে। রায়ে যৌন হয়রানি রোধে কয়েকটি দিকনির্দেশনা উল্লেখ করে একটি নীতিমালা করে দিয়েছেন হাইকোর্ট। সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত এটি মেনে চলা বাধ্যতামূলক।

কিন্তু এরপরও থেমে নেই নারীর হয়রানি। এর অন্যতম কারণ হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নেই যথাযথ পদক্ষেপ।এছাড়া নিদের্শনা জারির ৬ বছর পরও সংসদে আইন পাস করারও যথাযথ উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

নারীর প্রতি হয়রানি হলো ব্যক্তির মৌলিক মানবাধিকারে সুষ্পস্ট লঙ্ঘন, আমাদের সংবিধান পরিপন্থী। এর প্রতিকারে হাইকোর্টের যুগান্তকারী রায় বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক হতে হবে। এছাড়া সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক মন-মানসিকতার পরিবর্তন, নারীদের সচেতনতা, সাহসী প্রতিবাদ ও স্বাবলম্বী হওয়ার প্রেরণাই নারীর বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।

সবশেষে বলবো- বর্ষবরণের দিনের ওই ঘটনা আমাদের গোটা জাতিকে হেয় করেছে বিশ্ববাসীর কাছে। ফলে এঘটনার সাথে জড়িতরা কোন দলের, কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেটা বিবেচ্য বিষয় নয়, এরা সমাজের দুর্বৃত্ত, এদের বিচার নিশ্চিত করতেই হবে। আমরা চাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেন ভবিষ্যতে এমন হীন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্যথা আমাদের সমাজের মূল্যবোধের আরো অধপতন ঘটবে। এতে ভেঙ্গে পড়বে আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থা। অবনতিশীল বাংলাদেশকে চূড়ান্ত অধঃপতনের হাত থেকে রক্ষা করতে প্রয়াসী হতে এবং গলা উঁচু করে প্রতিবাদ জানানোর জন্য বিচারপতি মোস্তাফা কামাল সবার প্রতি আহ্বান জানিয়ে গেছেন। আসুন, আমরা সবাই তাঁর আহবানে সাড়া দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং দেশ-জাতি ও আমাদের সমাজকে রক্ষা করি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

প্রয়াত বিচারপতি মোস্তাফা কামালের শঙ্কা ও সামাজিক অবক্ষয়

আপডেট টাইম : ০৩:২৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

ঢাকা : কিছুদিন আগে ‘যৌনহয়রানিই নারী সমাজের অগ্রযাত্রায় প্রধান অন্তরায়’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলাম। তাতে তুলে ধরার চেষ্টা করি- আমাদের সমাজে নারীর প্রতি যৌন হয়রানি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। নারীরা আজ কতটা প্রতিকূল পরিবেশে বসবাস করছেন। সবচেয়ে বেশী উদ্বেগের বিষয় হলো- আমাদের সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে। কেননা, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। যেখান থেকে সুনাগরিক বের হবার কথা আজ সেখানেই বারবার নারীর বস্ত্র হরণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে।তাহলে আমাদের উচ্চশিক্ষার অর্থ কী! বিশ্ববিদ্যালয়ে আমরা কী শিখছি, আমাদেরকেইবা শিক্ষকরা কী পড়াচ্ছেন!

গত মঙ্গলবার বিকালে ছাত্রীদের হয়রানির অপরাধে চাঁনখারপুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৩০-৩৫জন বখাটে কর্তৃক দর্শনার্থী কয়েকজন মেয়েকে হয়রানি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হয়রানি নিয়ে কয়েকদিন ধরে দেশের সর্বমহলে ব্যাপক হৈচৈ চলছে।দেশের সর্বস্তরের মানুষ এর প্রতিবাদে সোচ্চার। ছাত্রলীগ কয়েকজনকে বহিষ্কার করেছে।হাইকোর্ট এরই মধ্যে রুলও জারি করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নড়েচড়ে উঠেছেন।

বাঙালির প্রাণের উৎসবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই । তবে সহসাই প্রশ্ন জাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে এই ৩০-৩৫ জনের যুবকদলের সদস্যরা কারা। তাদের পরিচয়ই বা কী? কোন শক্তির বলে এরা প্রকাশ্যে শত শত মানুষ ও পুলিশ প্রশাসনের সামনে জাতির ঘাড়ে আরেকটি কলঙ্কলেপন করতে দ্বিধা করলো না।

গেল ফেব্র“য়ারি মাসে ব্লগার অভিজিৎ যেখানে খুন হন তার পাশেই সোহরাওয়ার্দী উদ্যানের গেটেই এই ঘটনা। পহেলা বৈশাখে হাজার হাজার মানুষের সমাগম হবে এটা তো প্রশাসনের আগে থেকেই জানা। কঠোর নিরাপত্তার কথা বলা হয়েছে বারবার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সেই নিরাপত্তা গেল কোথায়? সোহরাওয়ার্দীর ওই গেটে পুলিশ ছিল মাত্র দুজন। দূরে যারা ছিল তাদের কাছে সাহায্য চেয়েও যথাসময়ে পাওয়া যায়নি। ঘটনাটি তাৎক্ষণিক প্রক্টরকে জানানো হয়েছে অথচ তিনি তখন কম্পিউটারে দাবা খেলছিলেন। আসলেই কী এতটা নির্বিকার থাকার কোনো সুযোগ ছিল? তার কি তৎক্ষণাৎ সেই জায়গায় উপস্থিত হওয়া উচিত ছিল না। বিষয়টা শুধু কার্যালয়ের দায়িত্ব না সার্বিকভাবে মানবিক দায়িত্ববোধকেও প্রশ্নের সম্মুখীন করে।

কিন্তু এসব ঘটনায় সবাই বিস্মিত হলেও আমার কাছে মোটেও তেমনটি মনে হয়নি। কারণ আমাদের সমাজ যে এর আগেই অধপতনের দিকে এগুচ্ছে তা প্রয়াত সাবেক বিচারপতি মোস্তাফা কামাল আরো কয়েক বছর আগেই আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন।

বর্তমানে কার্যত: আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে। আমরা যেন অসভ্যতার দিকে ফিরে যাচ্ছি।

অবশ্য ২০১১ সালেই এ ধরনের পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোস্তাফা কামাল। ২০১১ সালের ১১ আগস্ট ‘সবাই সংযত হোন’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে গুরুত্বপূর্ণ একটি কলাম লিখে দেশের ভবিষ্যত সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তিনি লিখেন, ‘বিরাজমান পরিস্থিতি আমার কাছে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে হয়। কী সমাজ, কী মূল্যস্ফীতি, কী আইনশৃঙ্খলা, কী প্রশাসন, কী অর্থনীতি, কী পররাষ্ট্রনীতি, কী দেশের সর্বোচ্চ বিচারালয়ের পরিস্থিতি সর্বত্রই একটা ক্রমাবনতিশীল চেহারা। প্রতিদিন অবনতির দিকেই ধাবিত হচ্ছে।

দেশের এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ-আশঙ্কা ব্যক্ত না করে আমি আর স্থির থাকতে পারছি না। দেশের এই অধোগতিতে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না, যে আমাকে আশ্বাসের সুরে বলতে পারবে যে আমি যা দেখেছি তা সব ভুল এবং আমার যে উদ্বেগ, এটার কোনো ভিত্তিই নেই। এমনকি যারা দেশ চালাচ্ছেন, তাদের মুখ থেকেও এই অবনতিশীল অবস্থা সম্পর্কে মাঝে-মধ্যে স্বীকারোক্তি পাওয়া যায়। আমি কারও ওপর দোষারোপ করার উদ্দেশ্যে একথা বলছি না।’

তিনি যে আদালতের প্রধান বিচারপতি ছিলেন সেখানে বিরাজমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘সুপ্রিমকোর্ট একটি পরিশীলিত প্রতিষ্ঠান। বার এবং বেঞ্চ উভয়েরই উচিত এই স্থানকে রাজনীতির কলুষমুক্ত রাখা, সেখানে বার এবং বেঞ্চ কোনো পক্ষ থেকেই এমন প্রকাশ্য উচ্চারণ হওয়া উচিত নয় যে তারা বিশেষ একটা কিছু সহ্য করবেন না এবং এমন কথা বলবেন না যাতে আপনাদের অসহিষ্ণুতা বা বিচারকসুলভ সংযমের বিপরীতে ক্রুদ্ধতা বা আক্রোশের মনোভাব প্রকাশ পায়। ক্রমাগতভাবে এবং অতি দ্রুত সুপ্রিমকোর্টের এই অস্বাভাবিক অবস্থা আমার কাছে বড় বেদনাদায়ক। আমাদের চিত্তের উন্মত্ততা, আমাদের কর্মের নিষ্ঠুরতা ও আমাদের বিচারবুদ্ধির দেউলিয়াপনা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে এর আগে আমি আমার দেশে এই চরম মত্তাবস্থা কোনোদিন দেখিনি।’

দেশের বুদ্ধিজীবীদের প্রতি আবেদন জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশের বহু সঙ্কটে আপনাদের বুদ্ধিদীপ্ত সতর্ক অবস্থান ও হস্তক্ষেপ অনেক সময় সরকার ও সরকারবিরোধীদের সংযত হতে সাহায্য করেছে। ভবিষ্যতেও আপনাদের কাছে সেই ভূমিকা প্রত্যাশিত। দেশের এই মহাসঙ্কটে আপনারা যেখানেই অরাজকতা দেখবেন সেখানেই গলা উঁচু করে তার প্রতিবাদ জানাবেন এবং অবনতিশীল বাংলাদেশকে চূড়ান্ত অধঃপতনের হাত থেকে রক্ষা করবেন। আমি বিনয়ের সঙ্গে সবাইকে সংযত আচরণের আহ্বান জানাচ্ছি।’

বিচারপতি মোস্তাফা কামাল অবনতিশীল বাংলাদেশকে চূড়ান্ত অধঃপতনের হাত থেকে রক্ষা করতে প্রয়াসী হতে এবং গলা উঁচু করে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে গেছেন। তার উদ্বেগের কারণ হলো- বাংলাদেশ চূড়ান্ত অধঃপতনের কিনারায় পৌঁছে গেছে।

চার বছর আগে বিচারপতি মোস্তাফা কামালের সেই শঙ্কার বিষয়গুলো যেন আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাই প্রমাণ আমাদের সমাজ ও সামাজিক মূল্যবোধের কতটা অবক্ষয়ের কিনারায় পৌছেঁছে।

শুধু তাই নয়, সম্প্রতি জাতিসংঘের প্রতিষ্ঠান ইউএন-উইমেনের উদ্যোগে অর্থনীতিবিদ আবুল বারাকাতের নেতৃত্বে পরিচালিত এক জরিপে দেখা গেছে, আমাদের সমাজে বিশ্ববিদ্যালয় জীবনে ৭৬ ভাগ ছাত্রীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। এর মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুবই খারাপ। সরকারি বিশ্ববিদ্যালয়ে এ হার ৮৭ শতাংশ। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ৭৬ শতাংশ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৬ শতাংশ এবং মেডিকেল কলেজে ৫৪ ভাগ ছাত্রী যৌন হয়রানির শিকার হন। ফলে অনেক নারী শিক্ষার্থী ও অভিভাবকের ইচ্ছা থাকা সত্ত্বেও নিরাপদ পরিবেশের অভাবে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না।ফলে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নেও পিছিয়ে পড়ছে নারীরা।

অ্যাকশন এইডের প্রতিবেদনে বলা হয়, হয়রানি কিংবা নির্যাতিত হলেও অধিকাংশ নারী লোকলজ্জা বা আরো হয়রানির ভয়ে এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিকার চাওয়া থেকে বিরত থাকেন। জরিপে অংশ নেয়া ৮৪ শতাংশ নারী জানিয়েছেন, এ ধরনের হয়রানির শিকার হওয়ার পর কোনো সংস্থা বা পুলিশকে তারা কিছু জানাননি।কেননা, নারী নির্যাতনের ঘটনার প্রতিকার চাইতে গেলে পুলিশ উদাসীনতা দেখানোয় নির্যাতিতরা পুলিশের সহায়তা নিতে চান না ।

৬৫ শতাংশ নারী মনে করেন, পুলিশ উল্টো অভিযোগকারীকে দোষারোপ করে। আর ৫৭ শতাংশ বলেছেন, মামলা নিতে গড়িমসি করে পুলিশ। ৫৩ শতাংশ নারী পুলিশের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি ।

ফলে যৌন হয়রানি রোধে আইন প্রণয়ন ও আইনের যথাযথ ব্যবহার করা প্রয়োজন বলে গবেষকরা মত দিয়েছেন। এছাড়া গৃহকর্মীর কাজ করতে গিয়ে, শিল্প-কারখানায়-কোম্পানী কিংবা সরকারি প্রতিষ্ঠানেও চাকুরি করতে গিয়ে কিংবা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়েও নারীরা প্রতিনিয়ত এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ফলে বাংলাদেশে নারীদের শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নমূলক কর্মকা-ে অংশগ্রহণের পরিবেশ ক্রমেই ঝুকিঁপূর্ণ হয়ে উঠছে।

এদিকে বিভিন্ন সময়ে বাংলাদেশে যৌন হয়রানি প্রসঙ্গ আলোচনায় এলেও প্রতিকারে কার্যকর আইনী সুরক্ষা পায়নি। যতদূর জানা যায়, ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে এ অপরাধের ধরনটি সবচেয়ে বেশি আলোচনায় আসে, এরপর ১৯৯৯ সালের থার্টিফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক নারী যৌন হয়রানি শিকারের ঘটনায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

১৯৯৮ সালের আগস্টে একই বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠে ধর্ষণবিরোধী আন্দোলন এবং দীর্ঘদিন আন্দোলন চলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই ধরনের আন্দোলন হয়। আস্তে আস্তে জানা যায় এবং খোলাসা হতে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির নানা ঘটনার কথা।

এছাড়া গত কয়েক বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব কর্মেক্ষেত্রে যৌন হয়রানি নিরোধ নীতিমালা এবং আচরণবিধি তৈরি করার তাগিদ বোধ করে। কিন্তু এর আগে বাংলাদেশে যৌন হয়রানি প্রতিরোধে কোনো আইনি সুরক্ষা ছিল না।

প্রসঙ্গত, এসব ঘটনার প্রেক্ষিতে ২০০৮ সালের ৭ আগস্ট কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট করেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। এরই পরিপেক্ষিতে ২০০৯ সালের ১৪ মে যৌন হয়রানি রোধে হাইকোর্ট বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী রায় প্রদান করেন । বাংলাদেশে এই সিদ্ধান্তই হলো এ বিষয়ে মাইলফলক। এ রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে বিভিন্নভাবে যৌন নিপীড়নকে সংজ্ঞায়িত করা হয়েছে। রায়ে যৌন হয়রানি রোধে কয়েকটি দিকনির্দেশনা উল্লেখ করে একটি নীতিমালা করে দিয়েছেন হাইকোর্ট। সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত এটি মেনে চলা বাধ্যতামূলক।

কিন্তু এরপরও থেমে নেই নারীর হয়রানি। এর অন্যতম কারণ হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নেই যথাযথ পদক্ষেপ।এছাড়া নিদের্শনা জারির ৬ বছর পরও সংসদে আইন পাস করারও যথাযথ উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

নারীর প্রতি হয়রানি হলো ব্যক্তির মৌলিক মানবাধিকারে সুষ্পস্ট লঙ্ঘন, আমাদের সংবিধান পরিপন্থী। এর প্রতিকারে হাইকোর্টের যুগান্তকারী রায় বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক হতে হবে। এছাড়া সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক মন-মানসিকতার পরিবর্তন, নারীদের সচেতনতা, সাহসী প্রতিবাদ ও স্বাবলম্বী হওয়ার প্রেরণাই নারীর বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে।

সবশেষে বলবো- বর্ষবরণের দিনের ওই ঘটনা আমাদের গোটা জাতিকে হেয় করেছে বিশ্ববাসীর কাছে। ফলে এঘটনার সাথে জড়িতরা কোন দলের, কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেটা বিবেচ্য বিষয় নয়, এরা সমাজের দুর্বৃত্ত, এদের বিচার নিশ্চিত করতেই হবে। আমরা চাই অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেন ভবিষ্যতে এমন হীন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অন্যথা আমাদের সমাজের মূল্যবোধের আরো অধপতন ঘটবে। এতে ভেঙ্গে পড়বে আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থা। অবনতিশীল বাংলাদেশকে চূড়ান্ত অধঃপতনের হাত থেকে রক্ষা করতে প্রয়াসী হতে এবং গলা উঁচু করে প্রতিবাদ জানানোর জন্য বিচারপতি মোস্তাফা কামাল সবার প্রতি আহ্বান জানিয়ে গেছেন। আসুন, আমরা সবাই তাঁর আহবানে সাড়া দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং দেশ-জাতি ও আমাদের সমাজকে রক্ষা করি।