চুয়াডাঙ্গা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতিনি কোটায় চাকুরী প্রদান করা হবে না।
শনিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতিনি হওয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকুরী পাওয়ার একমাত্র যোগ্যতা নয়। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীও হতে হবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মূলচেতনা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন।
এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ সংগ্রাম করে গেছেন। আজ বঙ্গবন্ধু নেই কিন্তু তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে বৈষম্যহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি। অর্থনৈতিক মুক্তি অর্জনে আমরা সঠিক পথে রয়েছি।
মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা একাত্তরে ছিল এখনো আছে। তিনি সবাইকে স্বাধীনতাবিরোধীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দার ও আরো অন্যন্যারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান