বাগেরহাট: বাগেরহাটে বৈশাখী মেলার গেটে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোহেল হাওলাদার (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত সোহেল হাওলদার বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের আব্দুল আজীজ হাওলাদারের ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১০ টায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় সুজন নামের আরও এক যুবক আহত হয়।
বাগেরহাট সদর মডেল থানা পুলিশ জানায়, বাগেরহাট শহরের জেলা পরিষদ মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এদিন রাতে বৈশাখী মেলার গেটে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোহেল হাওলদারসহ ২ যুবক আহত হয়। আহত সোহেলকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই অবস্থার অবনতি হলে তাকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ভাই সোহাগ হাওলাদার ও বোন আজমিরা খাতুন জানান, তারা একত্রে মেলা দেখতে যায় । পরে তারা ২ জন বাড়িতে ফিরে আসলেও ছোট ভাই সোহেল মেলায় থেকে যায়। রাত আনুমানিক সাড়ে ১০টায় তাদের ভাই আহত হয়েছে বলে ফোন পায়। আহত সোহেলকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পর অবস্থা গুরুতর হলে খুলনা ২৫০ সয্যা হাসপাতালে নেওয়ার সময় সোহেলের মৃত্যু হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান