ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত অর্ধশত নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে এ হামলার ঘটনা ঘটে।
শনিবারে সংঘটিত বড় ধরনের এ হামলায় অন্তত আরো শতাধিক ব্যাক্তি আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শহরের নিউ কাবুল ব্যাংকের একটি শাখার সামনে হামলা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নানগারহার প্রদেশের পুলিশ প্রধান ফাজেল আহমেদ শেরজাদ।
মটোরবাইকে করে হামলাকারী এ হামলা চালিয়েছে বলে জানান তিনি।
শেরজাদ বলেন, বিস্ফোরণের সময় সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যরা নিউ কাবুল ব্যাংকের ওই শাখার সামনে তাদের বেতন তুলতে অপেক্ষা করছিলেন।
এসময়ই হামলা চালানো হয়। হামলার ধ্বংস স্তুপ থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বেরিয়ে আসছে একের পর এক লাশ।