কুমিল্লা : কুমিল্লায় ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অস্ত্রবাজির ঘটনায় আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে মহানগর ছাত্রলীগ কর্মী সুজন বাদি হয়ে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও মহানগর আ’লীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম, জেলা ছাত্রলীগের সভাপতি আফম আহসান উদ্দিন টুটুল ও সাংগঠনিক সম্পাদক অপি। অন্য আসামিদের পরিচয় পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিকেলে নগরীর কান্দিরপাড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রায় ২ শতাধিক ককটেল ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩৫টি টিয়ারশেল ও ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে আহত শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।