বাংলার খবর২৪.কম,ডেস্ক : জেরুজালেমের সাবেক প্রধান মুফতি এবং বর্তমানে আল আকসা মসজিদের ইমাম ইকরিমা সাবরি বলেছেন, আরব রাষ্ট্রগুলোর স্বৈরতন্ত্রই কিছু মুসলমানকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছে।
তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড মুসলিম স্কলারস ইউনিয়ন আয়োজিত এক সভায় ব্ক্তৃতাকালে সাবরি জঙ্গিবাদের উত্থানের জন্য আরব রাষ্ট্রগুলোর স্বৈরতন্ত্র এবং এ সমস্যা মোকাবেলায় মুসলিম পণ্ডিতদের উদ্যোগহীনতাকে দায়ী করেছেন।
সাবরি বলেন, ‘জঙ্গিবাদের উত্থান ঘটেছে মূলত স্বৈরতান্ত্রিক প্রশাসনের দমন-পীড়নের ফলে। আর মুসলিম পণ্ডিতরাও এজন্য দায়ী। তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না’।
জঙ্গিবাদের রাশ টেনে ধরতে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করার জন্য মুসলিম পণ্ডিতদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাথে সাথে সমাজে মানুষের অতৃপ্তিবোধ পূরণ এবং সাধারণ জনগণের সাথে বেশি বেশি মেশার জন্য মুসলিম জ্ঞানী ও পণ্ডিতদেরকে উৎসাহিত করেছেন।
সূত্র: ওয়ার্ল্ড বুলেটিন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান