ঢাকা: রাজধানীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ মুক্তা বেগম (২৫) এবং সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী আলতাফ হোসেন (৪০) নিহত হয়েছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহত মুক্তার পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তা বেগম মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াবপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বর্তমানে তারা আদাবর কাশেম সাহেবের বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের চাচা দীন মোহাম্মদ জানায়, তার মানসিক সমস্যা ছিল। স্বামী ইকবাল হোসেন কারওয়ান বাজার একটা হোটেলে কাজ করে। তার গতকাল রাতে ডিউটি ছিল। তাই রাতে সে একাই ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।
আদাবর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানায়, আদাবর থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে মুক্তা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, পশ্চিম তেজতুরী বাজার হালিম কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা থেকে রাত ২টার দিকে আলতাফ হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
তেজগাঁও থানার এসআই রাজিবুল ইসলাম জানান, তার লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে। সে হালিম কমিউনিটি সেন্টারের নিরাপত্তাকর্মী। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় সে ঘটনাস্থলেই মারা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান