ডেস্ক : ইরাকের কুর্দিস্তানের ইরবিলে মার্কিন কনস্যুলেটের বাইরে গাড়িতে বোমা হামলায় ৩জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত্য ১৪ জন।
এবিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, খ্রিস্টান অধ্যুষিত আনকাওয়া জেলায় শুক্রবারের ওই ঘটনায় মার্কিন কনস্যুলেটের কোনো কর্মী হতাহত হননি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সুরক্ষিত ওই কনস্যুলেটের প্রবেশ পথের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানায়, বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তিনি। একই সঙ্গে কালো ধোঁয়াও উড়তে দেখে গেছে।
ইরবিল সিটি সেন্টারের মেয়র নাহিদ কোজা জানান, মার্কিন কনস্যুলেটই হামলাকারীদের লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে।
ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সূত্র : রয়টার্স
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান