চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজের কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে রোগী ফেলে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের মতবিনিময় সভায় সরকারি চিকিৎসক ও নার্সরা অংশ নেয়ার অভিযোগ উঠেছে।
আর এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন ।
শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার আবদুল বাতেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলমকে তদন্ত কমিটির দায়িত্ব দেন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
এবিষয়ে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল বাতেন বলেন, ‘নির্বাচনী সভায় সরকারি চিকিৎসক সেবিকাদের মধ্যে কারা ছিল এবিষয় তদন্ত করার জন্য সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেদিন কি হয়েছিল তা নিয়ে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন নির্বাচনী সভায় কারো পক্ষে বা বিপক্ষে যোগদান না করে সে বিষয়ে নির্দেশনা জারি করতে অধ্যক্ষ ও পরিচালককে নির্দেশ দিয়েছি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দুপুর ২টা পর্যন্ত চলা এই সভায় অনেক চিকিৎসকের বিরুদ্ধে রোগী ফেলে নির্বাচনী সভায় যোগ দেয়ার অভিযোগ উঠে।