ডেস্ক : প্যারিসে গণপরিবহনে প্রতিটি নারীই যৌন হয়রানির স্বীকার হচ্ছেন এমনই তথ্য উঠে এসেছে সে দেশের হাই কাউন্সিল ফর ইকুয়ালিটি বিটুইন ওমেন অ্যান্ড মেন (এইচসিই) এর চালানো এক জরিপে।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে গণপরিবহনে নারীদের উপর যৌন হেনস্থা সম্পর্কিত একটি জরিপ চালায় তারা। জরিপে অংশগ্রহণকারী সকল নারীই জানিয়েছেন ট্রেনে ভ্রমণের সময় তারা প্র্যত্যেকেই অন্তত একবার করে হলেও যৌন হেনস্থার শিকার হয়েছেন।
ওই জরিপের ফলাফল প্রকাশিত হওয়ার পর প্যারিসের বাসিন্দারা দেশটির সরকারের কাছে এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।
ওই জরিপে অংশগ্রহণকারী ৬০০ নারীর প্রায় সকলেই বলেছেন, ট্রেনে ভ্রমণ করার সময় তাদের প্রত্যেকেই অন্তত একবারের জন্য হলেও অপরিচিত পুরুষের যৌন হেনস্থার শিকার হয়েছেন।
জরিপে অংশগ্রহণকারী প্যারিসের শহরতলী এলাকার ওই নারী বাসিন্দাদের অর্ধেকেরও বেশি জানান যে, মাত্র ১৮ বছর বয়সে পৌঁছানোর আগেই তাদের এই নিপীড়নমূলক অভিজ্ঞতা হয়েছে।
তবে সরাসরি ও প্রকাশ্য শারীরিক হামলার শিকার না হলে বেশিরভাগ নারীই তাদের উপর বিভিন্নভাবে চালানো যৌন নিপীড়নের ব্যাপারে পুলিশে অভিযোগ করা থেকে বিরত থাকেন।
কারণ শিস দেওয়া, কটু মন্তব্য করা ও ভীড়ের মধ্যে গায়ে হাত দেওয়ার মতো ঘটনাগুলো আসলে প্রমাণ করা কঠিনই বটে। কারণ এ ক্ষেত্রে প্রত্যক্ষ কোনো প্রমাণ বা সাক্ষী হাজির করা সম্ভব হয় না।
ওই জরিপে অংশগ্রহণকারী ২৬ বছর বয়সী এক নারী বলেন, তিনি যে কয়টি শহরে বসবাস করেছেন তার মধ্যে প্যারিসেই নারীদের নিরাপত্তা পরিস্থিতি সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে।
তিনি বলেন, প্যারিসের পুরুষরা অতিরিক্ত স্বাধীনতা উপভোগ করে থাকেন। তারা তাদের লাগামহীন মন্তব্যে অন্যের কী অনুভুতি হচ্ছে সে ব্যাপারে একদমই ভাবিত হয় না।
এছাড়া ট্রেনে উঠে বেশি সংখ্যক পুরুষের উপস্থিতি দেখলে আমি কামরা পরিবর্তন করে ফেলি।
যেখানে আমি ছাড়া দ্বিতীয় কোনা নারী থাকেন না সেখানে আমি অবস্থান করি না। কারণ আমি জানি সেখানে কী ঘটতে পারে।
উল্লিখিত জরিপটির একটি বিস্তারিত ফলাফল সম্বলিত প্রতিবেদন, গতকাল ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
দেশটির হাই কাউন্সিল ফর ইকুয়ালিটি বিটুইন ওমেন অ্যান্ড মেন (এইচসিই) ওই জরিপটি চালায়।
এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারকে পরামর্শ দেয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহবানও জানিয়েছে সংস্থাটি।
স্বাস্থ্যমন্ত্রী মিস তুরাইন বলেছেন, সরকার শিগগিরই ওই উচ্চ মানসম্পন্ন প্রতিবেদনের প্রতি সাড়া দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
যৌন নিপীড়ন প্রতিরোধে নারীদেরকে আত্মরক্ষামূলক কৌশলের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান