ঢাকা: হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪শ’ গ্রাম সোনার বার, একশ’ পিস ওড়না ও ৮৩ কার্টন বিদেশি সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটক ব্যক্তিরা হলেন-ওমর ফারুক (৪৮) ও আবুল বাশার (৫০)।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে তাদের আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই যাত্রী মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা আসেন। তারা গ্রিন চ্যানেল পার হয়ে ক্যানোপিতে আসেন।
এ সময় সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি করা হয়। এ সময় মোবাইল ও প্যান্টের বেল্টের ভেতরে সুকৌশলে রাখা চারটি সোনার বার পাওয়া যায়। পরে তাদের লাগেজ তল্লাশি করে তা থেকে একশ’ পিস ওড়না ও ৮৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধ বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান