ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ৫১ সদস্য বিশিষ্ট ২ সিটির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
জানা যায়, কমিটিতে ঢাকা উত্তর সিটি নির্বাচন পরিচালনার জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আহ্বায়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সদস্য সচিব করে দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে। তবে বর্তমানে গয়েশ্বর চন্দ্র রায় কারাগারে থাকায় তার স্থলাবিষিক্ত সিইও হিসেবে দ্বায়িত্ব পালন করবেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ।
এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দরা বিভিন্ন পদে রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান