রাজশাহী : রেলওয়ে পশ্চিমের স্টোর মুন্সি পদের নিয়োগ পরীক্ষায় শরৎ চন্দ্র দাসগুপ্ত নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি তার চাচার হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক শরৎচন্দ্র চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার সুনীলচন্দ্র দাসগুপ্তের ছেলে ও রাজশাহী সিটি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ বোয়ালিয়া থানায় মামলা করেছে।
মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, শুক্রবার মহানগরীর বেশ কয়েকটি কেন্দ্রে পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টোর মুন্সি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকারি মহিলা কলেজ কেন্দ্র শরৎ চন্দ্র দাসগুপ্ত নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেন প্রফেসর মনোয়ারা বেগম ও রেলওয়ের প্রধান সংস্থাপন কর্মকর্তা প্রদীপ কুমার সাহা। পরে তাকে থানায় সোপর্দ করে রেলওয়ে কর্তৃপক্ষ মামলা দায়ের করে।