ঢাকা : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিন সিটিতে ক্ষমতাসীন দল আ’লীগের মেয়র প্রার্থী সাঈদ খোকনের গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এমাজউদ্দিন আহমদ বলেছেন, ‘‘সাঈদ খোকনের বক্তব্যের একটি শব্দ আমার কাছে আপত্তিকর মনে হয়েছে। তিনি(সাঈদ খোকন) বলেছেন, জান বাঁচাতে চাইলে ইলিশ মার্কায় ভোট দিন। এটা একটা হুমকি। এরকম কথা শুনতেও খারাপ লাগে।’
শুক্রবার সন্ধ্যায় পুরানা পল্টনে আদর্শ ঢাকা আন্দোলনের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমাজউদ্দিন এ কথা বলেন। তিনি বলেন, ‘একদিকে ক্ষমতাসীন দলের ১৬ জন প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা থেকে রেহাই দেয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলের সমর্থিত ঢাকা দক্ষিনের মেয়র প্রার্থী জামিন পাচ্ছেন না। এরকম হলে এটি ভয়ঙ্কর বৈষম্যমূলক আচরণ। এহেন আচরণ কোনোভাবে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
এমাজ উদ্দিন বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি। নির্বাচন কমিশনের দায়িত্ব সেই পরিবেশ সৃষ্টি করা। নইলে ভোটাররা হতাশ হবে।
দক্ষিনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস শুক্রবার বিকেলে বংশালে প্রচারণাকালে ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালানোর ঘটনার নিন্দাও জানান অধ্যাপক এমাজউদ্দিন।
এসময় সংগঠনটির সদস্য সচিব শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে আতঙ্কগ্রস্থ করা হচ্ছে। বিরোধী দলের সমর্থক প্রার্থীদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। গতকালও একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।
আজও ৬ নং ওয়ার্ডে বিরোধী দলের সমর্থিত প্রার্থী লোকজন নিয়ে প্রচারণা চালাতে গেলে পুলিশ বাধা দিয়েছে। এটা কোনো সুষ্ঠু নির্বাচনের বার্তা বহন করে না বলেও এ নেতা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক মাহবুবউল্লাহ, স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া, আবদুল হাই শিকদার, প্রচার ও প্রকাশনা উপকমিটির এম আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম প্রধান, জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান