ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সকল পক্ষের জন্য অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংকালে এই তাগিদের কথা জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ।
তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশনের উপযুক্ত ভূমিকা দেখার অপেক্ষায় আছি। তাছাড়া ঢাকা ও চট্টগ্রাম সিটির ভোটাররা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং প্রার্থীরাও যাতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারে সেটাই সকলের প্রত্যাশা। ব্রিফিং এ বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নোত্তর অংশটি নিচে হুবহু তুলে দেয়া হলো-
প্রশ্ন: আমরা কি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি?
হার্ফ: হ্যাঁ পারি।
প্রশ্ন: আপনাকে ধন্যবাদ। গত সোমবারও আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম-আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আপনাদের কি তথ্য রয়েছে?
হার্ফ: হ্যাঁ..।
প্রশ্ন: আপনার কাছে এ বিষয়ে কি রয়েছে আমি জানতে চাই।
হার্ফ: হ্যাঁ, বিষয়টিতে আমি খুব বেশি একটা অবগত না। সিটি নির্বাচনের এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কর্তৃপক্ষ যারা এ নির্বাচনের আয়োজন করেছেন এবং যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত একটি নির্বাচন আয়োজনের আহবান জানিয়েছি। বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা ও প্রচারাভিযানে সহযোগিতার সুযোগ করে দিতে আমাদের আহবান পুর্নব্যক্ত করেছি। যাতে করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সব দলই গণতন্ত্রাকি চর্চা মেনে চলবে বলে আমরা আশাবাদী। এখানে সহিংসতার কোন সুযোগ থাকবে না। বাংলাদেশীদের এগিয়ে চলার পথে এটাই যুক্তরাষ্ট্রের বার্তা।
প্রশ্ন: আজকে একটি সংবাদে আমরা দেখলাম পুলিশ এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে। ঢাকায় বিরোধীদলের আরেক বড় প্রার্থী হলেন মির্জা আব্বাস, তিনি আদালতে জামিন চাইতে গিয়েছিলেন। আদালত এ বিষয়ে বিভক্ত রায় দিয়েছে। একজন বিচারক জামিন মঞ্জুর করেছেন আরেকজন করেননি। আপনি এটাকে কিভাবে দেখছেন ? আসলে এই ঘটনার মতোই, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রকৃত-অর্থে তা বিরোধীদলের জন্য।
হার্ফ: আমি আজকের প্রতিবেদনটি দেখিনি। আমাদের সেটি দেখার সুযোগ দিন, এ বিষয়ে কোন কিছু বলার থাকলে অপেক্ষা করে দেখতে হবে।
প্রশ্ন: ধন্যবাদ।
হার্ফ: হ্যাঁ। এগিয়ে যান।
প্রশ্ন: বাংলাদেশ নিয়ে আমার আরেকটি প্রশ্ন আছে।
হার্ফ: হ্যাঁ, বলুন।
প্রশ্ন: সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বেশকিছুদিন যাবত নিখোঁজ আছেন। তার পরিবার প্রধানমন্ত্রীসহ সবার কাছে অভিযোগ করে আসছে, তাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অপহরণ করেছে। কিন্তু সরকার বলছে তারা এ বিষয়ে কিছু জানে না। এ বিষয়ে কি আপনার কাছে কোন তথ্য আছে?
হার্ফ: না, আমার কাছে নেই। বিষয়টি নিয়ে আমরা যাচাই করবো।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান