বাংলার খবর২৪.কম.গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নৌ-ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সশস্ত্র ডাকাতরা ৪ নৌ-যাত্রীর কাছ থেকে আড়াই লাখ টাকা লুট করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বুলবুলির চর এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নৌ যাত্রীরা হলেন, উপজেলার কামালের চর এলাকার আরমান, পলান ও তুপকার চর এলাকার জিয়া ও নুরুন্নবি।
তারা জানান, শনিবার ওইসময় সাঘাট উপজেলার ভরতখালি হাটে গরু বিক্রি করে নৌকা যোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে বুলবলির চর এলাকায় অপর একটি নৌকা করে একদল সশস্ত্র ডাকাত তাদের পথরোধ করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সাঘাটায় যুব জোটের প্রশিক্ষণ কর্মশালা
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আয়োজনে রবিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া জাসদ কার্যালয়ে যুবজোটের প্রশিক্ষণ কর্মশালা ও সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কর্মশালায় সাঘাটা উপজেলা জাতীয় যুবজোটের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ একরাম হোসেন, জাসদ নেতা জিয়াউল হক জনি, রুস্তম আলী আকন্দ, সুজন প্রসাদ, আনোয়ার পারভেজ, জুবায়দুর রহমান, আমির হোসেন আমু, শাহআলম, ময়নুল হক, আজাহার প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান