বাংলার খবর২৪.কম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে উটরা-হাজিপুর গ্রামে মুন্নি খাতুন নামের এক গৃহবধুকে মারাতœকভাবে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। শনিবার রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী শরীফুল ইসলাম পলাতক রয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার স্বত্যতা স্বীকার করে বলেন, প্রায় ১০ বছর পুর্বে ধলজান গ্রামের মৃত মেছের আলীর মেয়ে মুন্নি খাতুনের সাথে উটরা-হাজিপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে শরীফুলের সাথে এক লাখ টাকা দেলমোহর নির্ধারণ করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক দাবীতে নির্যাতন চলে মুন্নির উপর। দীর্ঘদিন যাবৎ যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে ঘাতক স্বামী শরীফুল ইসলাম ঘটনার রাতে মুন্নিকে কপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় তার মেয়ে সুরাইয়া খাতুন এ ঘটনা দেখে প্রতিবেশীদেরকে জানায়। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।