ঢাকা : বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপেও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৯৫ রানের ঝলমলে এক ইনিংস। কিন্তু এরপর দুই ম্যাচে প্রত্যাশা পুরন করতে না পারায় সমালোচনার ঝড় উঠেছিল চারিদিকে। দলে তার অন্তর্ভূক্তি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।
বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাঙ্গ করতেও ছাড়েনি তাকে। এমন পরিস্থিতিতে মুখে কিছুই বলেননি তামিম। সমালোচকদের জবাব দিতে মুখ নয় ব্যাটকেই বেছে নিলেন দেশ সেরা এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ওয়াডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে ব্যাট হাতেই সমালোচকদের সমালোচনার জবাব দিলেন তিনি।
ইনিংসের শুরু করতে এসে প্রথম দিকে কিছুটা ধীরিস্থিত ছিলেন তামিম। তবে উইকেটে সেট হওয়ার সাথে সাথেই নিজের স্বভাব সুলভ আক্রমনাত্মক ব্যাটিং করে গেছেন তিনি।
পাকিস্তানি বোলারদের নাকের জল চোখের জল এক করে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। দলীয় ৩৪৫ রানের মাথায় ওয়াহব রিয়াজের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৩৫ বলে করেছেন ১৩২ রান। যাতে ছিলো ১৫টি দর্শনীয় চার ও ৩টি বিশাল ছক্কার মার।
তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সাথে গড়েছেন রেকর্ড ১৭৮ রানের জুটি। এই রান তুলতে মাত্র ১৩০টি বল খেলেছে এই দুইজন। মূলত এই জুটির ওপর ভর করেই বিশাল সংগ্রহ দাড় করাতে পারে বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান