ঢাকা : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত রোগে আরো দু’ জন মারা গেছেন। তারা হলেন, বাগদী রাইট (লালপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাবিল হোসেন ও আলমপুর গ্রামের রোস্তম আলি।
এর আগে মহেশপুরের সামন্তা গ্রামের আসমা নামের এক যুবতী প্রথমে এ অজানা রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২৯ মার্চ তিনি মারা যান। ৩০ মার্চ এনামূল হক নামে এক যুবক অজানা রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১ এপ্রিল তিনি মারা যান।
অজ্ঞাত রোগটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। ঢাকার রোগতত্ব, রোগ নিরাময় ও গবেষণা(আইইডিসিআর) প্রতিষ্ঠান থেকে উচ্চ পর্যায়ে ফের ১১ সদস্যের একটি টিম মহেশপুর এসেছেন।
তারা মহেশপুরের যেসব গ্রামে অজানা রোগের কারণে মারা গেছে সেসব গ্রাম পরিদর্শন করছেন। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন। বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহাজ্জেল হোসেন বলেন, এবারের ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডা. ইসমাইল ফারুক। আগেও ডা. মাহবুবুর রহমানের নের্তৃত্বে ৪ সদস্যের একটি দল মহেশপুর আসেন। তারা মৃতদের বাড়িতে যান এবং তাদের সাথে যারা মেলামেশা করেছিলেন তাদের রক্ত ও মুখের লালা সংগ্রহ করে ঢাকাতে পরীক্ষার জন্য নিয়ে যান। রোগটি এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। ফলে আরো একটি টিম ঝিনাইদয়ে এসছে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, মহেশপুরের সামন্তা গ্রামের আসমা নামের এক যুবতী প্রথমে এ অজানা রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২৯ মার্চ তিনি মারা যান। ৩০ মার্চ কোলা গ্রামের এনামূল হক নামে এক যুবক অজানা রোগে আক্রান্ত হয়ে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ১ এপ্রিল তিনি মারা যান।
হাবিল হোসেন অজানা রোগে আক্রান্ত হলে তার আতœীয় স্বজন ঝিনাইদহ ইসলামিক হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। ৮ এপ্রিল তিনি মারা যান।
সিভিল সার্জন আরো জানান, এ রোগের লক্ষণ হচ্ছে, প্রথমে শরীরে ব্যাথা হয়। পরে শরীরে পানি বসন্তের মত গুটি বের হয়। ব্যাথার তীব্রতা বাড়্,ে শ্বাসকষ্ঠ শুরু হলে রোগি মারা যায়। সিভিল সার্জন বলেন, মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে এক’শ ৩২ জনের মত এ রোগে আক্রান্ত হয়েছে।