ঢাকা : পহেলা বৈশাখে টিএসসিতে নারীদের লাঞ্ছিত করার ঘটনাকে অমার্জনীয় অপরাধ আখ্যায়িত করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ ঘটনায় আমরা জাতি হিসেবে লজ্জিত ও অপমানিত । পুলিশ যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তা অমার্জনীয়।
অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত মানুষরূপী পশুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবিও জানান তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া আপনি দেরিতে হলেও নির্বাচনে এসেছেন ভালো কথা, তাই বলে গত তিন মাস দেশব্যাপী যে নৈরাজ্য ও নাশকতা করেছেন তার জন্য বিচারের মুখোমুখি আপনাকে হতে হবে। এ থেকে ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
সিটি নির্বাচনে বিএনপি নেত্রীর ‘নীরব বিপ্লব’র ঘোষণার সমালোচনা করে সুরঞ্জিত বলেন, নির্বাচন হবে প্রকাশ্যে। ভোট দেবে জনগণ। যাকে খুশি তাকে দেবে। এখানে নীরবতার কোনো স্থান নেই। খালেদা জিয়া নীরব বিপ্লব বলতে কী বোঝাতে চাচ্ছেন তা আদৌ বুঝতে পারছি না।
সুরঞ্জিত বলেন, তিনি কী সব প্রার্থী দিলেন! অসংখ্য মামলার আসামিকে প্রার্থী করেছেন। আমার মনে হয় নিশ্চয়ই তার কোনো অসৎ উদ্দেশ্য আছে!
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান