ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরেই আইসিসি’র বির্তকিত চেয়ারম্যান শ্রীনিবাসনের অধ্যায় শেষ হতে যাচ্ছে। বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)-এর সেক্রেটারি অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন।
নিয়ম অনুযায়ী, আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যানের মেয়াদ দুই বছর। সে হিসেবে ২০১৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেয়া শ্রীনিবাসনের মেয়াদ ২০১৬ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা।
পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অনুরাগ ঠাকুর বলেন, আগামী সেপ্টেম্বরে আমাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব।
সূত্র: জি-নিউজ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান