বাংলার খবর২৪.কম(সিঙ্গাইর): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া নামক বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ২ শিশু নিহত হওয়ার প্রতিবাদে বায়রা ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানিকগঞ্জসহ সারাদেশে সংঘঠিত প্রাণঘাতি সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এবং নিহত শিশুদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার সকাল দশটার দিকে গাড়াদিয়া বাসস্ট্যান্ডে বায়রা কলেজ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে সড়ক দুর্ঘটনার প্রতিকারে জেলা ও থানা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানানো হয় এবং দূর্ঘটনাস্থলে নির্মাণাধীন সেতুটি নিহত শিশুদের নামে নামকরণ করার দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২১ আগস্ট মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকচাপায় গারাদিয়া নামক স্থানে মোটরসাইকেল আরোহী ২ শিশু নিহত হয়। নিহতরা হলো- উপজেলার তাজেল ইসলামের ছেলে আজমির (৭) ও নাতনি তিশা (৪)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার গাড়াদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরো দুই জন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান