ডেস্ক : জাতিসংঘের মহাসচিব বান কি মুন অবিলম্বে ইয়েমেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। আরব দেশগুলোর সমস্যা সমাধানে সহিংসতার পরিবর্তে রাজনৈতিক পদ্ধতিই সেরা পদ্ধতি বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
বান কি মুন বলেন, সাম্প্রতিক সংঘাতের আগে তিনজনের মধ্যে দুইজন ইয়েমেনিই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। এখানকার খাদ্য নিরাপত্তা ঝুঁকি আফ্রিকার দরিদ্রতম দেশটির চেয়েও বেশি বলেও জানান তিনি।
তিনি বলেন ‘তাই সব পক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। জীবনরক্ষাকারী সহায়তা দেয়ার ব্যবস্থা ও শান্তির পথকে সমর্থণ দেয়ার এখনই উত্তম সময়।’
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘ভয়বাহ যুদ্ধপরিস্থিতি থেকে বের হয়ে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কূটনৈতিক প্রচেষ্টাই সবচেয়ে ভালো পন্থা বলে জাতিসংঘের সমর্থণ রয়েছে।’ এ ছাড়া, সংলাপের মাধ্যমে ইয়েমেন সংকট নিরসনের গুরুত্বের বিষয়টি সৌদি আরবও অবহিত বলে জানান তিনি।
সূত্র : আল জাজিরা