য়, সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের পর আমাদের পক্ষ থেকে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবারই বাংলাদেশি নাগরিককে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি। আমাদের পক্ষ থেকে ভারতীয়দের বলা হয়েছে, যদি বাংলাদেশি চোরাকাবারিরা বা অন্য কেউ কোনভাবে সীমান্ত আইনে অপরাধ করে থাকে তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু তাদের প্রাণে মারবেন না। ভারতীয়রা আমাদের প্রতিবার সীমান্তে হত্যাকান্ড শুন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছে। তার পর কি হচ্ছে তা আপনাদের সবার জানা আছে। সীমান্ত আইন মেনে চলতে সকলের এগিয়ে আসা উচিত, তাহলে এমন অনাকাঙ্খিত পরিস্থিতি আমরা এড়াতে পারবো ।
শুক্রবার দুপুরে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কার্যালয়ে লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ বর্ডার গার্ড মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এসব কথা বলেন।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, সীমান্তে চোরাচালান রোধ ও দেশের আইন শৃংখলা রক্ষায় র্যাব- পুলিশের পাশাপাশি বিজিবি যৌথভাবে কাজ করে আসছে। দেশের একটি গুরুত্বপূর্ণ বাহিনী হিসেবে বিজিবির সদস্যরা সরকার যতদিন চাইবেন আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নকল্পে অন্যান্য বাহিনীর সাথে বা পাশাপাশি দায়িত্ব পালন করে যাবে। চোরাচালানি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিজিবি অবৈধ মালামাল উদ্ধারের পাশাপাশি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ভালো কাজের জন্য বিজিবি সদস্যদের পুরস্কৃত এবং খারাপ কাজের জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব পালনে কোন শৈথিল্য সহ্য করা হবে না।
তিনি আরো বলেন, প্রয়োজন সাপেক্ষে আরো নতুন বিওপি পোষ্ট স্থাপন, নতুন সীমান্ত হাট ও গরুর করিডোর স্থাপনের পরিকল্পনা সরকারের উর্দ্ধতন মহলে জানানো হয়েছে, তবে এসব ক্ষেত্রে প্রশাসনিকভাবে কিছুটা দেরি ও সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, আমি শুধু আমাদের কথা বলতে নয় বরং আপনাদের কথাও শুনতে এসেছি, আপনারা তথ্য দিন, ভালো কাজে বিজিবিকে সহায়তা করুন।
এ সময় রংপুর বিজিবির আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রংপুর সেক্টর কমান্ডের কর্ণেল মো: জুলফিকার আলী, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবির মহা পরিচালক লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবির অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন।