বাংলার খবর২৪.কম,বেনাপোল : বেনাপোল সীমান্ত পাথে আবারও বেড়েছে মাদক পাচার। বেনাপোল থেকে ৪প্যাকেট হিরোইন সহ আলাউদ্দিন(৫০) নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে বিজিবি। সে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের দলিল মোল্লার ছেলে।
যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান,শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ক্রাইমজোন হিসাবে খ্যাত সাদিপুর সীমান্ত পথে ভারত থেকে আসা একটি হিরোইনের চালান দেশের অভ্যান্তরে প্রবেশকালে বেনাপোলের তেল পাম্প এলাক্ াথেকে মাদক ব্যাবসায়ি আলাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪ প্যাকেট হিরোইন। যার ওজন ২শ৫০গ্রাম। দাম আন্তর্জাতিক মূল্য ২৫লাখ টাকা বলে বিজিবি জানায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান