ঢাকা : আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের কর্মকর্তা হিসেবে মালি, পিয়ন, সুইপার, দারোয়ান, ঝাড়ুদার, আয়া ও নৈশপ্রহরীকে পুলিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার মিরপুর হযরত শাহ আলী মহিলা কলেজের চতুর্থ শ্রেনীর ১১জন কর্মচারি সামান্য অক্ষরজ্ঞান থাকায় এসব দায়িত্ব পালনে অক্ষম বলে ইসিতে আবেদন করে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে তারা।
ইসির ভোটগ্রহণ কর্মকর্তার নিয়োগপত্রে তাদের নাম উল্লেখ করে বলা হয়েছে, ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটির মিরপুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের ৩৮৬,পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব দেয়া হয়েছে।
১৮ এপ্রিল পূর্ব সেনপাড়া মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিকে রিটার্নিং অফিসার ও ইসি বরাবর আবেদনে তারা উল্লেখ করেছেন, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী মিরপুর হযরত শাহ আলী মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। ইতোপূর্বে আমরা কখনো রাষ্ট্রীয় অধিক গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব পালন করি নাই। আমরা সামান্য অক্ষরজ্ঞান সম্পন্ন কর্মচারী। নির্বাচনী বুথে ভোটারদের অঙ্গুলিতে কালি লাগানো ছাড়া অন্যান্য কার্য সম্পাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়।
অতএব, মহোদয়ের কাছে আকুল আবেদন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনী দায়িত্ব থেকে আমাদের অব্যাহতির জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
১১ জন কর্মচারী হলেন মিরপুর হযরত শাহ আলী মহিলা কলেজের দারোয়ান মো. শাহজাহান, মো. শক্কুর আলী, মো: মোজাম্মেল হক, মো. সামসুল হক, সুইপার মো: কবির হোসেন, নৈশপ্রহরী মো. জামাল, আয়া পারুল আক্তার, অফিস সহকারী মনোয়ারা বেগম, ঝাড়ুদার দেলোয়ারা খাতুন ও রুনা আক্তার এবং মালি মো. একরামুল হক।
এব্যাপারে ইসি সচবি মোঃ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি সর্ম্পকে আমার জানা নেই। অভিযোগটি আমার কাছে এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হব। এ ধরনরে ব্যক্তিদের পোলিং অফিসার হওয়ার সুযোগ নেই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান