ঢাকা : আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন।
৪২ বছর আগে এই দিনে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নিয়েছিলো মেহেরপুরের বদ্যৈনাথ তলার এক আম বাগানে। আর সেদিন থেকে ওই জায়গার নাম বদলে রাখা হয় মুজিবনগর।
প্রবাসী অস্থায়ী সরকারের রাজধানী। ১৭ এপ্রিল গঠন করা হয় প্রবাসী সরকার। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করেছিল।
অস্থায়ী এ সরকারের অন্যতম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এদিনে মুজিবনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠন বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাঁথা ও সাফল্যের স্বাক্ষর।
আজ মুজিবনগর দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি দেশবাসীকে মুজিবনগর দিবসের শুভচ্ছো এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের স্বাধীনতাযুদ্ধে আত্মোৎর্সগকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র্য ও নীরক্ষরতামুক্ত এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।