ঢাবি : বাংলা নববর্ষ ১৪২২ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিবস্ত্র হওয়াসহ কয়েকজন নারীর শ্লীলতাহানির ঘটনাকে ‘কথিত’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটি।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এর দালিলিক প্রমাণ চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে কথিত অপ্রীতিকর যৌন হয়রানির অভিযোগ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি তদন্তকাজ শুরু করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তদন্তের স্বার্থে এ সম্পর্কে প্রত্যক্ষদর্শীর প্রামাণিক কোনো তথ্য থাকলে তা কমিটির আহ্বায়ক প্রো-ভিসির (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের দপ্তরে লিখিতভাবে আগামী এক সপ্তাহ অর্থাৎ, ২৩ এপ্রিল বৃহস্পতিবারের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান