অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Logo বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন! Logo পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

‘জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রীর বিচার করবে’

ঢাকা : সিটি নির্বাচনে জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘বিচার’ করবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হ্ইাকমিশনার বেনোয়া পিয়ের লারামের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, তিন মাসের হরতাল-অবরোধে যারা চলে গেছে তাদের আমরা আর ফিরে পাব না। কিন্তু খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন, তিনি ভালো আছেন। হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া যা করেছেন এর জন্য জাতির কাছে তাকে জবাবদিহি করতে হবে।

‘কীভাবে খালেদা জিয়ার কাছ থেকে কৈফিয়ত আদায় করা হবে’ জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিবিদদের বিচার হয় ব্যালটের মাধ্যমে। খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমেই করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়ার নামে রেড এলার্ট জারির সাথে সিটি কর্পোরেশনের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, তারেক জিয়ার কোনো পাসপোর্ট নেই। সে অবৈধভাবে যুক্তরাজ্যে আছে। তার নামে মামলা আছে, সে একজন ফেরারি আসামি ও বিপজ্জনক ব্যক্তি। এজন্য তার নামে রেড এলার্ট জারি করে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দেয়া হয়েছে।

কানাডার রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে দু’দেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কানাডায় পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেয়ে আসছে। বর্তমানে দু’দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার।

তোফায়েল আহমেদ বলেন, আগামীতে কেনিয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর সমন্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ‘ডব্লিওটিও’র ওই বৈঠকে সেবা খাতে ওয়েভার প্রাপ্তি ও ওষুধ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে সেটা আগামী ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি তুলে ধরা হবে। এ ব্যাপারে কানাডার সহায়তা চাওয়া হয়েছে’ বলে জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

‘জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রীর বিচার করবে’

আপডেট টাইম : ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫

ঢাকা : সিটি নির্বাচনে জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘বিচার’ করবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হ্ইাকমিশনার বেনোয়া পিয়ের লারামের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, তিন মাসের হরতাল-অবরোধে যারা চলে গেছে তাদের আমরা আর ফিরে পাব না। কিন্তু খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন, তিনি ভালো আছেন। হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া যা করেছেন এর জন্য জাতির কাছে তাকে জবাবদিহি করতে হবে।

‘কীভাবে খালেদা জিয়ার কাছ থেকে কৈফিয়ত আদায় করা হবে’ জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিবিদদের বিচার হয় ব্যালটের মাধ্যমে। খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমেই করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়ার নামে রেড এলার্ট জারির সাথে সিটি কর্পোরেশনের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, তারেক জিয়ার কোনো পাসপোর্ট নেই। সে অবৈধভাবে যুক্তরাজ্যে আছে। তার নামে মামলা আছে, সে একজন ফেরারি আসামি ও বিপজ্জনক ব্যক্তি। এজন্য তার নামে রেড এলার্ট জারি করে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দেয়া হয়েছে।

কানাডার রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে দু’দেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কানাডায় পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেয়ে আসছে। বর্তমানে দু’দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার।

তোফায়েল আহমেদ বলেন, আগামীতে কেনিয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর সমন্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ‘ডব্লিওটিও’র ওই বৈঠকে সেবা খাতে ওয়েভার প্রাপ্তি ও ওষুধ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে সেটা আগামী ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি তুলে ধরা হবে। এ ব্যাপারে কানাডার সহায়তা চাওয়া হয়েছে’ বলে জানান।