ডেস্ক : ভূমধ্যসাগরে আবারো নৌকাডুবির ঘটনা ঘটেছে। অভিবাসীদের বহনকারী নৌকাডুবির ঘটনায় এবার ৪০ জনের অধিক অভিবাসী নিহত হয়েছে।
লিবিয়া ও ইতালির মধ্যবর্তী স্থানে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
ইতালির পুলিশ জানায়, সম্প্রতি লিবিয়া থেকে ৪৫ জন অভিবাসী নিয়ে ইতালির উদ্দেশে ছেড়ে আসার খুব দ্রুততম সময়ের মধ্যেই নৌকাটি ডুবে যায়।
ওই ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন ঘানার ও দুইজন নাইজেরিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সাগর অতিক্রম করতে গিয়ে কয়েক শ’ প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সংকট নিরসনে ইতালি কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে।
সর্বশেষ চলতি সপ্তাহের শুরুর দিকে ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়। ওই ঘটনায় ডুবে যাওয়া নৌকাটির ৯ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
ভূমধ্যসাগর অতিক্রম করার সময় সাগরে সম্প্রতি অন্তত ১০ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। সূত্র: বিবিসি
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান