ঢাকা : বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ব্যবসার পরিবেশের প্রতি ‘আস্থা বৃদ্ধি পেয়েছে’ এমন জরিপ প্রকাশ অনুষ্ঠানে আগত অতিথিদের প্রশ্নবানে জর্জরিত হল বিল্ড নামের একটি প্রতিষ্ঠান।
বুধবার বিকেলে ব্যাসায়ীদের সংগঠন ডিসিসিআই মিলনায়তনে জরিপ প্রকাশের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিওর মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী।
পরবর্তী ছয় মাসের ব্যবসায়িক পরিবেশ ও ব্যবসায়ীদের আস্থার বিষয়ে আগাম ধারণা দিতে প্রতিষ্ঠানটি একটি জরিপ চালায়। এ বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের ১১টি খাতের ৪০০ জন ব্যবসায়ীর ওপর জরিপটি পরিচালনা করা হয় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
জরিপের ফল প্রকাশ করার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
তবে বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থার মধ্যেও চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পূর্বের ছয় মাসের চেয়ে ০.২ শতাংশ আস্থা বেড়েছে বলে দাবি করা হয়।
এসময় আরো বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি-জুন এই ছয় মাসে ব্যবসার পরিবেশের প্রতি আস্থার সূচক ছিল ৯.৭৪ শতাংশ। সে সময় রাজনৈতিক পরিবেশ ভাল থাকার পরেও জুলাই-ডিসেম্বর মাসে সূচক কমে দাঁড়ায় ৯.৩৫ শতাংশ। এসময় আগের জরিপে সূচকের আস্থা ধরা হয়েছিল ৯.৯৬ শতাংশ। কিন্তু বছর শেষে বাস্তবে ০.৬১ শতংশ কম হয়েছে বলে প্রতিষ্ঠানটিরই জরিপে উঠে এসেছে।
বর্তমান রাজনৈতিক পরিবেশে জানুয়ারি-জুন এই ছয় মাসে কিভাবে ব্যবসার পরিবেশের প্রতি ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি পায়, অনুষ্ঠানে আগত প্রধান অতিথিসহ অনেকের এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান বিল্ড।
জরিপের সাথে সংশ্লিষ্ট ও উপস্থাপক সাইফুল হক শুধু বলেছেন, এটি একটি সম্ভাব্য ধারণা (পারসেপশন) সূচক। কিন্তু এর পেছনে ব্যখা কী? বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেমের এমন প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর দিতে পারেননি তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন; ডিসিসিআইয়ের সহ-সভাপতি শোয়েব চৌধুরী, বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশীদ।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য থেকে জানা গেছে, জরিপের সূচকে অবকাঠামো, ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগের সহজলভ্যতা, আইনি পরিবেশ ও ব্যবাসার নীতিকে প্রধান সূচক ধরা হলেও ব্যবসার জন্য রাজনৈতিক পরিবেশকে ধরা হয়েছে উপ-সূচকে।
রাজনৈতিক পরিবেশকে কম মূল্যায়ন করার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে, ৫০ টি সূচক নিয়ে জরিপ পরিচালনা করা হয়েছে। এর মধ্যে মাত্র একটি হল রাজনৈতিক বিষয়। বাকি সূচকগুলো ভাল হওয়ার কারণে এটি এটি তেমন প্রভাব বিস্তার করবে না বলে মনে করেন তারা।
২০১৩ সাল থেকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, ব্যবসায়ীদের আস্থা ও ভবিষ্যতে ব্যবসার গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে তথ্য ভিত্তিক গবেষণা করছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এজন্য প্রতি ছয় মাস অন্তর ব্যবসার পরিবেশ নিয়ে জরিপ পরিচলনা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি ছিল তাদের ৩য় জরিপ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান