ঢাকা : জাতীয় সঞ্চয়পত্রের ওপর দেয়া সুদের হার ১ জুলাই থেকে কমানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এমন প্রস্তাব করবেন বলে তিনি এক অনুষ্ঠানে জানান।
বুধবার বিকেলে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই মিলনায়তনে বিল্ড ‘বিজনেস কনফিডেন্টস সার্ভে-২০১৫’ শীর্ষক জরিপের ফল প্রকাশের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিওর মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী।
বর্তমানে দেশে দশ প্রকার সঞ্চয়পত্র রয়েছে। যার সর্বোচ্চ সুদের হার বছরে ১৩.১৯ শতাংশ।
আবুল কাশেম বলেন, ব্যাংকের সুদের হার নির্ধারণ করেন ব্যাংকাররা। এখানে বাংলাদেশ ব্যাংকের তেমন কিছু করার নেই। ব্যবসায়ীরা উদ্যোগ নিলে সুদের হার কমানো সম্ভব। কারণ ব্যবসায়ীরাই ব্যাংকের মালিক। তবে বর্তমানে সুদের হার কিছুটা কমছে। আশা করছি, আগামীতে আরও কমবে।
এসময় তিনি আরো বলেন, আমাদের বড় চিন্তার বিষয় দুর্নীতি।
দেশে বিনিয়োগ কম হওয়া, ব্যাংকে অলস টাকার পরিমাণ বৃদ্ধি ও ঋণ বিতরণের হার কমে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দেয় এবছর। পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করেও লাভ না পাওয়ায় সঞ্চয়পত্রের দিকে বিনিয়োগ বেড়ে যায় সম্প্রতি। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অর্থনীতিবিদরা। সরকারেরও বাজেট ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কায় আগামী বাজেট থেকে তাই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান