ঢাকা : রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিতে নিয়োজিত জিএম জয়নাল আবেদীন ভূইয়ার চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। নতুন এই নিয়োগ আগামী ২১ এপ্রিল থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, সরকারের অতিরিক্ত সচিব পদ থেকে অবসরের পর গত বছর ২১ এপ্রিল থেকে তাকে রাজউকের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ দেয়া হয়। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার ওই চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হলো।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামের পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ২৩ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।
এছাড়া সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমানকে ওএসডি করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র ভৌমিক খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবহন কমিশনার মো. রিয়াজ আহমেদ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলির আদেশাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মুন্সী শাহাবুদ্দিন আহমেদ পরিবহন কমিশনার, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমদ খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ড. অরুণা বিশ্বাস বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, মো. আমজাদ হোসেন খান জাতীয় মানবাধিকার কমিশনের সচিব, সদর উদ্দিন আহমেদ তথ্য কমিশনের সচিব, শেখ মুজিবুর রহমান জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক, মো. এরশাদ হোসেন এনডিসি বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, এএফএম মঞ্জুর কাদীর রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক এবং তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন বাংলাদেশ পাট কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।
অতিরিক্ত সচিব ( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিএম সালেহ উদ্দিন ঢাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, কাজী হাসান আহমেদ ও বেগম মিনু শীল রংপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত (যুগ্মসচিব) মো. শফিকুজ্জামানকে পরিকল্পনা বিভাগে সংযুক্ত, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বেগম ইফ্ফাত আরা মাহমুদকে ও বেগম আসমা তামকীনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম জাকিয়া সুলতানাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও খাজা আবদুল হান্নানকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে। নির্মল বায়ু ও টেকসই পরিবেশ শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে ওএসডি করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. ওয়াসিম জব্বার বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ডেভিড পল খন্দকার স্বপন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আব্দুস ছালাম বিটিএমসির পরিচালক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) গাজী মো. রেজাউল করিম এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, সাকিউন নাহার বেগম বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের যুগ্মসচিব, ড. পিয়ার মোহাম্মদ বিটিভির পরিচালক, মো. আব্দুর রউফ বিপিসির পরিচালক (অর্থ) এবং মো সহিদুল হক ভুইয়া পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত (যুগ্মসচিব) সুবাস চন্দ্র সাহা খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন। এছাড়া যুগ্মসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ) বেগম শাহান আরা বানু ঢাকায়, খন্দকার মোস্তাফিজুর রহমান খুলনায় এবং মো. আল আমিন সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন।