ঢাকা : বিস্ফোরক দ্রব্য আইনে বাড্ডা থানায় পুলিশের দায়ের করা একটি মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। ওই মামলা থেকে এক বছরের অন্তর্বতীকালীন জামিন পেয়েছেন তিনি।
এক আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে ফালুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ মামলা থেকে জামিন পেলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না চেয়ারপারসনের উপদেষ্টা। কারণ তার বিরুদ্ধে এখনো একাধিক মামলা রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার পর মোসাদ্দেক আলী ফালুকে আটক করে পুলিশ।