ডেস্ক : পাকিস্তানের নতুন সামরিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধান বিচারপতি নাসির-উল-মুলক ওই সামরিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেন।
গত বছর ১৬ ডিসেম্বরে দেশটির পেশোয়ারে একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় দেড়শ’ শিশুর মৃত্যুর পর সম্প্রতি ওই আদালত গঠিত হয়।
সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার বিচারের জন্য গত জানুয়ারিতে সংবিধান সংশোধন করে সামরিক আদালত গঠন করা হয়। তবে আইনজীবী এবং মানবাধিকারকর্মীরা এতে উদ্বেগ প্রকাশ করেন।
সামরিক আদালত গঠনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবীদের দায়ের করা একটি মামলার শুনানি শেষে পাকিস্তানের প্রধান বিচারপতি নাসির-উল-মুলক বৃহস্পতিবার ওই সামরিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেন।
এপ্রিলের শুরুর দিকে সামরিক আদালত রায় দেয়া শুরু করে।
ইতোমধ্যে ছয় অভিযুক্ত জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সামরিক আদালত।
সূত্র : ডন