জাবি : ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৩ ব্যাচের আদিবাসী ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জাবি শাখা ছাত্রলীগ। সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, জাবি শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয়, শহীদ সালাম বরকত হল শাখা প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ, কর্মী আবদুর রহমান ইফতি, রাকিব হাসান, নুরুল কবীর।
বিজ্ঞপ্তিতে দোষীদের প্রশাসন কর্তৃক শাস্তি ও দাবি করা হয়।
উল্লেখ্য,বৃহস্পতিবার সকালে শহীদ সালাম বরকত হলের ৫ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক ছাত্রী শারিকিভাবে লাঞ্ছিত ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ করে। ইফতি, বিকাশ, অর্ণপ, রাকিব ও নুরন্নবীর নামে অভিযোগ করলেও ছাত্রলীগ সদস্য বিজয় ও হল প্রচার সম্পাদক নাফিজের বিরুদ্ধেও অভিযোগ থাকায় ওই দুজনকেও বহিষ্কার করেছে ছাত্রলীগ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান