ইরাকের বর্তমান অস্থিতিশীল অবস্থায় আটকে পড়া আরো ৩০ জন বাংলাদেশী নিরাপদে ফিরলেন নিজ জন্মভূমিতে। মঙ্গলবার রাতে এয়ার এরাবিয়ান ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার জানান, রাত ৯ টায় তারা অবতরণ করেন। তিনি আরো জানান যে, তারা ইরাকের মসুল ও তিকরিত শহরে অসহায় অবস্থায় দিনযাপঙ্করছিলেন, ও নিজ দেশে ফেরার অপেক্ষায় থাকেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্বাবধায়নে ইরাকের বাংলাদেসী দূতাবাস তাদের নিজস্ব খরচে ইরবিল বিমানবন্দর এ নিরাপদ অবস্থান ও থাকা খাওয়ার ব্যবস্থা করেন এবং নিজস্ব খরচে বিমানযোগে তাদের বাংলাদেশে প্রেরণ করেন। ইরাক থেকে এ পর্যন্ত ১ জুলাই ২৭ জন, ৮ জুলাই ৫ জন, ১১ জুলাই ৭ জন, ১৯ জুলাই ১৫ জন সহ গত রবিবার ৮ জন কে দেশে ফিরিয়ে আনা হয়। সর্বশেষ মঙ্গলবার রাতে ফেরে আরো ৩০ জন বাংলাদেশী। ইরাকের বাংলাদেসী দূতাবাস থেকে জানানো হয় বর্তমানে মসুল ও তিকরিত শহরে আর কোনো বাংলাদেশী নেই-খালেদ হোসেন সিফাত।
শিরোনাম :
নিরাপদে ইরাক থেকে দেশে ফিরলো আরো ৩০ জন বাংলাদেশী
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪
- ১৬৪৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ