ঢাবি : পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বর্ষবরণ করতে আসা তরুণীদের শ্লীলতাহানীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আগামী ৭দিনের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পুরো বিশ^বিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা। একই সাথে দায়িত্বে অবহেলাকারী কর্তব্যরত পুলিশদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা।
বুধবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মঙ্গলবার ৩০-৩৫ জন যুবক প্রকাশ্যে নারীদের যে যৌন হয়রানি করেছে সেটি অত্যন্ত নেক্কারজনক। বিষয়টি বিশ^বিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও তারা যথাযথ পদক্ষেপ নেয়নি। যা পরিস্থিতিকে আরো নাজুক করে ফেলে। ঘটনার সময় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী এগিয়ে গেলে সংগঠনের ঢাবি সভাপতি লিটন নন্দী, রমনা থানার সাধারণ সম্পাদক অমিত দেসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এসময় তিনি প্রশাসনের নীরব ভূমিকা ও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় অবস্থানের কারণে এ ঘটনা ঘটেছে বলেও দাবি করেন।
তিনি বলেন, বিষয়টি বিশ^বিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানোর পর তারা একে অপরের দায়ভার চাপানোর চেষ্টা করছেন এবং দায়সারা বক্তব্য দিয়েছেন। টিএসসি ও মিলন চত্বরে পুলিশের টহলরত অবস্থানের কাছাকাছি জায়গায় এ ঘটনা ঘটে যেখানে পুলিশের কন্ট্রোল রুম ও সিসি ক্যামেরা ছিল। তা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি।
তিনি আরো বলেন, অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আগামী ৭দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি। যদি ব্যবস্থা না নেয়া হয় তাহলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনের আগে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়ন ঢাবি ক্যাম্পাসে পৃথক পৃথক ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার বর্ষবরণে উদ্যানের গেইট সমানের দিয়ে যাওয়ার সময় প্রায় ২৫-৩০ জন যুবক মিলে তিন নারীকে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে। এসময় তারা কারও কারও শাড়ি ধরেও টান দিতেছিল। আর কেউ কেউ শরীরে বিভিন্ন অঙ্গে হাত দেওয়ার চেষ্টাও করে। এসময় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তাদের যুবকরা তাদের উপর আক্রমণ করে। পরে পুলিশের লাঠিপেটা ও যৌন হয়রানীকারীদের আক্রমণে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা সভাপতি লিটন নন্দীসহ বেশ কয়েকজন আহত হয়।
বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, পুলিশকে বলা হয়েছে জড়িতদের খুঁজে বের করতে। এ ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান। প্রয়োজন হলে আশ পাশের কয়েকটা থানায় তাদের ফুটেজ দেওয়া হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছিল বিকেল ৪টার মধ্যে উদ্যানের গেইট বন্ধ করে দিতে। কিন্তু সেটা করা হয়নি। পুলিশ প্রশাসন তাদের দায়িত্বে অবহেলা করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান