বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলায় উপজাতী সম্প্রদায়ের প্রধান ও ঐতিহ্যবাহী সামাজিক উৎসবের চতুর্থ দিনে পানি খেলায় মেতেছে অবিবাহিত তরুণ-তরুণীরা।
বুধবার বিকেল ৩ টায় বান্দরবান পুরাতন রাজ বাড়ির মাঠে সাংগ্রাই উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত মৈত্রী পানি বর্ষণ বা পানি খেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেনা রিজিয়ন কমান্ডার নকিব আহাম্মদ চৌধুরী, বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান,জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মোমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফরসহ জেলার বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, সাংগ্রাই উৎসবের সব চেয়ে আর্কষণীয় অনুষ্ঠানটি হচ্ছে পানি খেলা। জেলার সব চেয়ে বড় পানি খেলার আয়োজনটি অনুষ্ঠিত হয় বান্দরবান পুরাতন রাজ বাড়ি মাঠে। এছাড়াও জেলা সদরের রেইছা, সুয়ালক, বাঘমারা, রাজবিলা এবং রোয়াংছড়ি উপজেলায় উপজাতী মার্মা পাড়ায় মৈত্রী পানি বর্ষণ বা পানি খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পানি খেলায় উপজাতী মার্মা অবিবাহিত তরুণ-তরুণীরা একে অপরের শরীর পানি নিক্ষেপ করে ভিজিয়ে দেয়। রাজার মাঠে অনুষ্ঠিত পানি খেলায় প্রায় ৬টি দল অংশ নেয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, সাংগ্রাই উৎসবে অবিবাহিত তরুণ-তরুণীরা একে অপরের শরীর পানি নিক্ষেপ করে ভিজিয়ে দিয়ে দেয়ার মাধ্যমে অতীতের সকল দু:খ, পাপ ও ব্যর্থতা ধুয়ে মুছে ফেলে। এছাড়াও পানি দিয়ে শরীর ভিজিয়ে দিয়ে শরীর পবিত্র করে তুলে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় তারা। এই অনুষ্ঠানে অবিবাহিত তরুণ-তরুণীরা একে অপরকে পানি নিক্ষেপের মাধ্যমে বিবাহ বন্ধনে অবদ্ধ হওয়ার সুযোগ তৈরী হয় বলে তারা জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান