ঢাকা : বরিশাল মহানগর সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মাদ বাবরসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডা. শফিক বলেন, “মঙ্গলবার বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মাদ বাবর এবং চট্টগ্রামের চান্দনাইশ উপজেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামসহ সারাদেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ প্রায় আড়াইশত লোককে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে গ্রেফতার এবং জয়পুরহাটে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে পুলিশের ব্যাপক হামলা এবং ভাঙচুরের ঘটনার আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, গণগ্রেফতার এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে নিয়ে এবং বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে জনগণের আন্দোলন কখনো দমন করা যায় না। সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছে।’’
বরিশাল মহানগর সেক্রেটারিসহ গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।