ঢাকা : ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে গঠিত ‘নির্বাচন সমন্বয়ক কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী শুক্রবার যে কোনো সময় বিএনপির নয়া পল্টনন্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রার্থী ও প্রার্থীদের পক্ষে পরিবারের আত্মীয়-স্বজনরা নিজেদের উদ্যোগে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে সিটি নির্বাচনের প্রচারণায় নামার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এ জন্য সমন্বয়ক কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে দলের শীর্ষ নেতা ও ঢাকায় অবস্থানরত দায়িত্বশীল নেতাদের নির্বাচনী মাঠে নামার বিষয়টি চূড়ান্ত করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি ‘আর্দশ ঢাকা আন্দোলন’র ব্যানারে ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের নির্বাচনী কর্মকা- পরিচালনা, পর্যবেক্ষণ ও তদারকির দায়িত্ব দিয়ে দুটি সমন্বয়ক কমিটি গঠন করেছেন।
কমিটিতে উত্তর সিটিতে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং দক্ষিণ সিটিতে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবারই জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির চেয়ারপারসন বেগম জিয়া দল সমর্থিত প্রার্থীদের জয়ী করতে জনগণকে ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটানোর আহবান জানান।
প্রসঙ্গত, আগামী ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।