ডেস্ক : প্রভাবশালী সার্চ ইঞ্জিন গুগল অনলাইন শপিং মার্কেটে প্রতিযোগিতামূলক আচরণ করছে না বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে।
ইইউ’র দ্য কম্পিটিশন কমিশনার মার্গ্রেথি ভেস্টাগার বলেছেন, গুগল অন্যায্যভাবে এর কর্তৃত্বকে ব্যবহার করছে এমন একটি অভিযোগ এনে দিয়েছি আমি। এর জবাব দিতে গুগলকে ১০ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরপরই আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি চিন্তা করা হবে।
তিনি জানান, গুগলের অ্যাপস ও অ্যান্ড্রয়েড সিস্টেম সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা তাও খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর অভিযোগের ভিত্তিতে ইইউ গুগলের অন্যান্য কার্যক্রমের বিষয়টিও পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ইইউভিত্তিক ওয়েব সার্চের প্রায় ৯০ শতাংশই সম্পন্ন হয় গুগলের মাধ্যমে। এ অবস্থাকে গুগলের ‘কর্তৃত্ব’ বলে অভিহিত করেছে ইইউ। ২০১০ সাল থেকে মাইক্রোসফট, ত্রিপাদভিজার, স্ট্রিটম্যাপসহ বিভিন্ন কোম্পানির অভিযোগ তদন্ত করছে ইইউ কমিশন।
তবে গুগল এ অভিযোগ অস্বীকার করেছে। গুগলের সার্চ চিফ অমিত সিংহল ফার্মের ব্লগে লিখেছেন, গুগল যেহেতু সম্ভত একটি সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সেহেতু মানুষ বিভিন্ন উপায়ে এখান থেকে তথ্য আদান-প্রদান করে এবং ভোক্তা ও প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করা সংক্রান্ত যে অভিযোগ আনা হয়েছে তা প্রমাণের দাবি রাখে।
এদিকে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো গুগলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে। আইকম্প নামের একটি কোম্পানি বলেছে, গুগল ইউরোপের মার্কেটে তাদের আধিপত্যের অপব্যবহার ও ভোক্তাদের ক্ষতি করছে যা উতরে উঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অন্য কোম্পানিগুলোর জন্য অসম্ভব।
উল্লেখ্য, গুগলের বিরুদ্ধে শুধু ইউরোপিয়ান ইউনিয়নই তদন্ত করছে না। তিন বছরের তদন্ত শেষে ভারতের কম্পিটিশন কমিশন গত সপ্তাহে একটি প্রতিবেদন দিয়েছে যাতে গুগলের বিরুদ্ধে অন্যায় ব্যবসার অভিযোগ আনা হয়েছে। এছাড়া রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, তাইওয়ান ও কানাডাও
গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সূত্র : বিবিসি।