ঢাকা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনা হয়।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানী সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী তাদের জিজ্ঞাসাবাদ করেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- এলজিইডি সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. জহুরুল আলম ম-ল, সহকারী প্রকৌশলী এ এফ এস কে মো. নজরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান।
এছাড়া প্রকৌশলী ফিরোজ আলম তালুকদার ও নির্বাহী প্রকৌশলী মো. আবদুস সাত্তারকে জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তারা ইতালির তুরিন ইউনিভার্সিটিতে ট্রেনিংয়ে থাকায় জিজ্ঞাসাবাদে হাজির হতে পারেননি।
একই অভিযোগ অনুসন্ধানে এলজিইডির কর্মকর্তা ছাড়া আরও ১৫ প্রকৌশলীকে আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।