ঢাকা : যানজটমুক্ত একটি সুন্দর ঢাকা গড়ার লক্ষে ইশতেহারে ১৮ দফা অঙ্গিকার ঘোষণা করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন ঢাকা সিটি উত্তরে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল।
বুধবার দুপুরে গুলশানের একটি হোটেলে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
বাবুল তার ইশতেহারে ঢাকাকে যানজটমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, ঢাকাকে মশা-মাছিমুক্ত করা, সড়কদ্বীপে বৃক্ষরোপণ করে সবুজ ঢাকা গড়ে তোলা, ফুটপাত চলাচলের উপযোগী করা, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া, তুরাগ নদ দখলমুক্ত করা ও জনপরিবহন-ব্যবস্থা উন্নত করার অঙ্গীকার করেন।
এসময় তিনি সুষ্টু নির্বাচনের লক্ষে নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান