ঢাকা : রাজনীতি করি তাই গ্রেফতারে ভয় পাই না। শিগগিরই সিটি করপোরেশন নির্বাচনী প্রচারণায় নামবো বলে জানিয়েছেন বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি থেকে মেয়র প্রার্থী মির্জা আব্বাস।
বুধবার হাইকোর্টে আগাম জামিন নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি। গ্রেফতারের আশঙ্কাও করছি। সিটি নির্বাচনে জয়ী হতে দেশবাসীর কাছে আমার জন্য ভোট ও দোয়া চাচ্ছি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে আজ বুধবার বিভক্ত আদেশ দিয়েছেন আদালত।
দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দীর্ঘ দুই ঘণ্টা শুনানি শেষে এ আদেশ দেন।
পল্টন ও মতিঝিল থানায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার দুই মামলার জামিন শুনানিতে বিভক্ত আদেশ দেন দুই বিচারপতি। জ্যেষ্ঠ বিচারপতি দুই মামলায় আব্বাসকে তিন সপ্তাহের আগাম জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি এর বিরোধিতা করেন।
মামলা দুটির জামিন শুনানি নিষ্পত্তির জন্য এখন প্রধান বিচারপতি নতুন কোনো বেঞ্চ নির্ধারণ করে দেবেন।
আজ আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে, সোমবার শুনানি শেষে আব্বাসকে বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দেন আদালত।
একইসঙ্গে এ সময়ের মধ্যে তিনি কোনো নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়া, এমনকি নির্বাচনী বক্তব্য বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান